এই পোষ্টের মাধ্যমে আমরা সিনজিং ত্রুটি সম্পর্কে জানতে পারবো।

ত্রুটিগুলো (Faults)
- অসম সিনজিং
- ফেব্রিক পুড়ে যাওয়া
- ফরমেশন অব হাইড্রো সেলুলোজ।
অসম সিনজিং
কারণ
রোটারি সিলেন্ডার দীর্ঘদিন ব্যবহার করা হলে ফেব্রিক ও সিলিন্ডারের ঘর্ষণের ফলে সিলিন্ডারের পৃষ্ঠে লম্বা দাগ পড়ে যা ফেব্রিক সিলিন্ডার এর মধ্যে স্পর্শ ধ্বনি বাধা প্রদান করে ফলে অসম সিনজিং হয়।
প্রতিকার
সিলিন্ডার পরিবর্তন করতে হবে অথবা পুরনো সিলিন্ডার ঠিক করতে হবে।
ফেব্রিক পুড়ে যাওয়া
কারণ
গ্যাস বার্নারে আগুনের শিখার প্রস্থ ফেব্রিকের প্রস্থের চেয়ে বেশি হলে ফেব্রিক পুড়ে যাবে।
প্রতিকার
গ্যাস বার্নারের আগুনের শিখা নিয়ন্ত্রণে রাখতে হবে।
ফরমেশন অব হাইড্রোসেলুলোজ
কারণ
ফেব্রিকে সাইজিং দ্রব্যগুলোর মধ্যে জিংক ক্লোরাইড থাকলে তা উচ্চতাপে হাইড্রোক্লোরিক এসিড মুক্ত করে যা হাইড্রোসেলুলোজ তৈরি করে।
প্রতিকার
সাইজিং দ্রব্যগুলোর মধ্যে জিংক ক্লোরাইড ব্যবহার করা যাবে না।
ধন্যবাদ, এটি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট।
আাপনার ব্লগটি আমার খুব ভাল লাগে। তাই আমি নিয়মিত পড়ি।