শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে আমরা রাসায়নিক ফাইবারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
রাসায়নিক ফাইবার

বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সংমিশ্রন ঘটিয়ে কৃত্তিম ফিলামেন্ট তৈরি করা তাকে রাসায়নিক বা কৃত্তিম ফাইবার বলা হয়।
১৮৫৭ সালে সর্বপ্রথম কৃত্রিম ফাইবার আবিষ্কার হয়। শুরু থেকে এ পর্যন্ত মোট ১৮ টি কৃত্তিম ফাইবার আবিষ্কৃত হয়েছে। ১৯১০ সালে কৃত্তিম ফাইবার বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করে যুক্তরাষ্ট্র। একটি নতুন কৃত্তিম ফাইবার আবিষ্কার করতে অনেক ব্যয় বহুল খরচ হয়। তাই, কৃত্তিম ফাইবার উৎপাদকের তালিকায় শুধু ধনী দেশ গুলি আছে।
সব কৃত্তিম ফাইবার দ্বারা কাপড় তৈরি করা যায় না। একই ফাইবারে সব ধরনের গুনাগুন থাকে না। তাই কার্পেট এবং পোশাক তৈরি করার জন্য আলাদা আলাদা ফাইবার ব্যবহার করা হয়। যেমন, কার্পেট তৈরি করার জন্য দৃঢ় ও শক্ত হয় ব্যবহার করা হয়, আর কাপড় তৈরি করতে নমনীয় এবং গুণসম্পন্ন ফাইবার ব্যবহার করা হয়।
ফাইবারের ইতিহাস সম্পর্কে কথা বলতে গেলে ফাইবারের নাম সম্পর্কে বলতেই হয়। রাসায়নিক ফাইবার এর মধ্যে ১৯২৪ সালে সর্বপ্রথম রেয়ন ফাইবারের নামকরণ করা হয়েছিল। কৃত্তিম ফাইবার এর ইতিহাস ঘাটলে দেখা যায় অ্যাসিটেট ফাইবার এর নামকরণ নিয়ে প্রবলেম হয়েছিল। ১৯৩৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত অ্যাসিটেট ফাইবার রেয়ন ফাইবার নামে পরিচিত ছিল। কিন্তু অ্যাসিটেট ফাইবারের বৈশিষ্ট্যের সাথে রেয়ন ফাইবার বৈশিষ্ট্যের কোন মিল না থাকার কারণে অ্যাসিটেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো রেয়ন নাম কি মেনে নিতে পারেনি।
১৯৫৯ সালে আমেরিকাতে নতুন আইন পাশ হয়, টেক্সটাইল ফাইবার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট (TFPIA)। এ আইন অনুযায়ী সব কাপড়ে টেক্সটাইল ফাইবারে নাম ও ধরণ এবং শতকরা হার লেবেলে উল্লেখ করতে হবে। তারপর থেকে বর্তমান পর্যন্ত ১৬ টি কৃত্তিম ফাইবার এর নামকরণ করা হয়েছে।
১৬ টি কৃত্তিম ফাইবারের নাম

- অ্যাসিটেট (Acetate)
- অ্যাকরাইলিক (Acrylic)
- এজলোন (Azlon)
- গ্লাস (Glass)
- মেটালিক (Metallic)
- পলিয়েস্টার (Polyester)
- মোড অ্যাকরাইলিক (Mod Acrylic)
- নাইলন (Nylon)
- নাইট্রিল (Nytril)
- ওলেফিন (Olefin)
- রেয়ন (Rayon)
- রাবার (Rubber)
- স্যারন (Saran)
- স্পানডেক্স (Spandex)
- ভিনাইল (Vinail)
- ভিনিওন (vinyon)
কৃত্রিম ফাইবারের কিছু নাম

- পলিঅ্যামাইড ফাইবার (Polyamide Fiber)
- ওরলন অ্যাকরাইলিক ফাইবার (Orlon Acylic Fiber)
- অ্যাকরিল্যান অ্যাকরাইলিক ফাইবার (Acrilan Acrylic Fiber)
- ক্রেসল্যান অ্যাকরাইলিক ফাইবার (Creslan Acrylic Fiber)
- ডাইনেল ফাইবার (Dynel Fiber)
- ভিনিওন ফাইবার (Vinyon Fiber)
- স্যারন ফাইবার (Saran Fiber)
প্রয়োজনীয় কিছু লিংক
কয়ার ফাইবার সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
ভেজিটেবল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে :- ক্লিক করুন।
সিসাল ফাইবার সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
সিনথেটিক ফাইবার সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
ফিলামেন্ট সম্পর্কে জানতে :- ক্লিক করুন।