স্কাওয়ারিং
স্কাওয়ারিং প্রক্রিয়া দ্বারা কাপড় থেকে বিভিন্ন অপদ্রব্য যেমন :- তেল, চর্বি, মোম ইত্যাদি দূর করে টেক্সটাইল দ্রব্যকে পরিষ্কার করা হয় স্কাওয়ারিং বলে।
চলুন দেখে নেয়া যাক এই স্কাওয়ারিং পদ্ধতিতে যেই কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় তার কাজ।
স্কাওয়ারিং এ ব্যবহৃত কেমিক্যালগুলো
- ওয়েটিং এজেন্ট
- অ্যালকালি
- সোডা অ্যাশ
- ডিটারজেন্ট
- সোডিয়াম বাইকার্বনেট
- সফেনিং এজেন্ট
- সাবান
ওয়েটিং এজেন্ট
ওয়েটিং এজেন্ট টেক্সটাইল দ্রবণের সারফেস টেনশন কমিয়ে দেয়। সারফেস টেনশন কমায় এবং ফেব্রিকের এবজরবেন্সি বাড়ায় তার ফলে কেমিক্যাল সহজেই টেক্সটাইল দ্রব্যে প্রবেশ করতে পারে।
ওয়েটিং এজেন্ট টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি দূর করতে অ্যালকালি কে সাহায্য করে।
অ্যালকালি
এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্কাওয়ারিং এর মূল উপাদান। সোডিয়াম হাইড্রোক্লোরাইড সাধারনত প্রাকৃতিক অপদ্রব্য দূর করার জন্য ব্যবহার করা হয়। এটি এসিডের সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে। এই সাবান পরবর্তীতে ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে।
মূলকথা :- অ্যালকালি টেক্সটাইল দ্রব্য থেকে তেল, মোম ইত্যাদি অপদ্রব্য দূর করতে সাহায্য করে।
সোডা অ্যাশ
সোডা অ্যাশ স্কাওয়ারিং দ্রবণে ডিটারজেন্ট হিসেবে কাজ করে। সোডা অ্যাশ এর কাজ হল স্কাওয়ারিং দ্রবণের pH ঠিক রাখা।
ডিটারজেন্ট
ডিটারজেন্ট ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে। স্কাওয়ারিং এর কাজ হল তেল, চর্বি, মোম এবং শক্ত অপদ্রব্য দূর করতে সাহায্য করে।
সোডিয়াম বাইকার্বনেট
উড়িয়া বাই কার্বনেট মূলত রিএক্টিভ ডাইং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে প্রাণীজ ফাইবার স্কাওয়ারিং করার সময় সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করা হয়।
ওয়াটার সফেনিং এজেন্ট
ওয়াটার সফেনিং এজেন্ট পানিকে মৃদুকরণে সাহায্য করে। সফেনিং এজেন্ট সব সময় ব্যবহার করা হয় না। শুধুমাত্র বাস্ট ফাইবার স্কাওয়ারিং করার সময় শপিং এ সেন্ট ব্যবহার করা হয়।
সাবান
সাবান বিশেষ করে প্রোটিন ফাইবার স্কাওয়ারিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার পছন্দ হতে পারে\
ডীপ ডাইং সম্পর্কে জানতে :- ক্লিক করুন
নিট ডাইং সম্পর্কে জানতে :- ক্লিক করুন
ডাইং সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে :- ক্লিক করুন