এটি একটি বিশেষ ধরনের তাঁত যা অনান্য তাঁত থেকে আলাদা। এই বিশেষ ধরনের তাঁতটি আবিষ্কার করা হয় ১৮৫৬ সালে, আবিষ্কারক তার নিজের নামেই তাঁতটির নামকরন করে তাঁতের নাম হ্যাটার্সলি তাঁত রাখেন।
এই তাঁতকে প্রকৃত অটোমেটিক তাঁত ও বলা হয়। অনান্য সাধারণ তাঁত অপেক্ষায় তিন থেকে চার গুণ বেশি দ্রুত গতিতে এই তাঁত। এই তাঁতকে প্রকৃত অটোমেটিক তাঁত ও বলা হয়, এই তাঁত তিনটি কাজ নিজে নিজেই একসাথে করতে সক্ষম ১. টানা ছাড়া ২. কাপড় জড়ান ৩. পিকিং।
এই তাঁতটি অনেক ভারি এবং এর Reed space অনান্য তাঁত অপেক্ষায় বড় তাই তাঁতটি চালানোর জন্য একজন দক্ষ শ্রমিকের প্রয়োজন।