এই পোষ্টের মাধ্যমে আমরা টেক্সটাইল শিল্প কারখানায় ওয়েট প্রসেসিং এর জন্য ডিটারজেন্টের গুরুত্ব সম্পর্কে জানব।
ডিটারজেন্ট

ডিটারজেন্সি শব্দ থেকে ডিটারজেন্ট শব্দের উৎপত্তি। ডিটারজেন্সি বলতে কোন কিছু পরিষ্করণকে বোঝায়। টেক্সটাইলের ক্ষেত্রে ডিটারজেন্সি বলতে টেক্সটাইল দ্রব্য থেকে, ময়লা অপদ্রব্য দূর করাকে বোঝায়। ডিটারজেন্ট হলো এক ধরনের পরিষ্কারক।নানা ধরনের সিনথেটিক পদার্থ থেকে ডিটারজেন্ট প্রস্তুত করা হয়।
যে কেমিক্যাল এর সাহায্যে টেক্সটাইল দ্রব্য থেকে ময়লা, ধুলাবালি, তৈল, ইত্যাদি অপদ্রব্য দূর করা হয় তাকে ডিটারজেন্ট বলে।
ডিটারজেন্টের গুরুত্ব

- টেক্সটাইল শিল্পকারখানায় ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে ডিটারজেন্ট এর গুরুত্ব অপরিসীম।
- ডিটারজেন্টের জলীয় দ্রবণ টেক্সটাইল দ্রব্যের (ফেব্রিক) পৃষ্ঠকে ভিজানোর কাজে সাহায্য করে।
- ডিটারজেন্টের মূল কাজ হলো টেক্সটাইল দ্রব্য হতে তৈল, মোম, ধুলাবালি ইত্যাদি অপদ্রব্য দূর করতে সাহায্য করে।
- একটি স্থায়ী ইমালশন তৈরি করার জন্য ডিটারজেন্টের প্রয়োজন, যা পুনরায় জমা হয় না।
- ডিটারজেন্ট টেক্সটাইল দ্রব্যকে পরিষ্কার করার পাশাপাশি টেক্সটাইল দ্রব্য থেকে যে অপদ্রব্য বের হয় তা পুনরায় টেক্সটাইল দ্রব্যের পৃষ্ঠে জমাট বাঁধতে বাধা প্রদান করে।
ডিটারজেন্টের গুনাবলী

- ডিটারজেন্ট পানি বা দ্রব্যনের সারফেস টেনশন কমিয়ে দেয়।
- ডিটারজেন্ট গ্রিজ বা চর্বিজাতীয় পদার্থকে ইমালসিফিকেশন করে।
- ডিটারজেন্ট কঠিন পদার্থের পৃষ্ঠ হতে গ্রিজগুলোকে দূর করে।
- এছাড়াও টেক্সটাইল দ্রব্য হতে তৈল, চর্বি এবং মম জাতীয় পদার্থ কে দূর করার জন্য ডিটারজেন্ট লাগে।