উইন্ডিং মেশিন চালানো নির্দেশাবলীগুলো
- উইন্ডিং মেশিন সংশ্লিষ্ট অপারেটর ব্যতীত অন্য কেউ মেশিন চালানো সম্পূর্ণ নিষেধ।
- মেশিন চালু করার পূর্বে মেশিনের ভিতরে কিছু আছে কিনা তা দেখে নিতে হবে।
- মেশিন চালু করার শুরুতে মেশিনের ইমারজেন্সি সুইচ কাজ করছে কিনা তা দেখে নিতে হবে।
- মেশিন পরিষ্কার অথবা জ্যাম কাটার পূর্বে মেশিনের মেইন সুইচ অফ করে নিতে হবে।
- মেশিনে ডিউটি করার সময় ঢিলেঢালা জামা কাপড় বা চাদর গামছা ব্যবহার করা যাবে না।
- মেশিন নষ্ট হলে, কাজ করার সময় পাওয়ার অফ করে নিতে হবে।
- মেশিন অথবা মনিটরের কাছে কোন প্রকার দাহ্য বস্তু রাখা যাবে না।
- মেশিনে কোন ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে ইমারজেন্সি চাপতে হবে এবং সংশ্লিষ্ট উৎপাদন কর্মকর্তাকে জানাতে হবে।
- মেশিন নিয়মিত পরিষ্কার করতে হবে
- নিয়মিত মেশিনের সিডিউল মেইনটেনেন্স করাতে হবে।
সতর্কতাঃ
আপনারা যারা উইন্ডিং ফ্লোরে কাজ করেন সবাই সতর্ক হয়ে কাজ করবেন।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার পছন্দ হতে পারে
সফট উইন্ডিং কি জানতে :- ক্লিক করুন
নিট ফেব্রিক সম্পর্কে জানতে :- ক্লিক করুন
মার্চেন্ডাইজিং সম্পর্কে জানতে :- ক্লিক করুন
গার্মেন্টস স্টক লট এর ব্যবসা সম্পর্কে জানতে :- ক্লিক করুন
hold post sir….
anar ektu help dorker …..
garments olter shomporke jante chai