শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
ফেব্রিক কাটিং এর ক্ষেত্রে প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর এই প্যাটার্নে যদি একটু ভুল হয় তাহলে কাটিংয়ে ভুল হবে। কাটিংয়ে যদি ভুল হয় তাহলে ফেব্রিক নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্যাটার্নের উপরে অনেক কিছুই নির্ভর করে।
প্যাটার্নের ত্রুটিগুলো
ত্রুটি : প্রতিটি প্যাটার্নের পিস এর আকৃতি সঠিক না হলে।
প্রতিকার : প্রতিটি প্যাটার্নের পিস এর আকৃতি সঠিক হতে হবে।
ত্রুটি : সাইজ অনুযায়ী সকল প্যাটার্ন সমূহ সঠিক না হলে।
প্রতিকার : প্রত্যেকটি প্যাটার্নকেই নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটতে হবে।
ত্রুটি : প্যাটার্নের সঙ্গে সেলাই ভাতা সংযোজন করা না হলে।
প্রতিকার : প্যাটার্নের সঙ্গে সেলাই ভাতা সংযোজন করতে হবে।
ত্রুটি : প্রতিটি প্যাটার্নের ওপর তীর চিহ্নের সাহায্যে কাপড়ের টানা সুতার দিক নির্দেশক চিহ্ন না থাকলে।
প্রতিকার : প্রতিটি প্যাটার্নের ওপর তীর চিহ্নের সাহায্যে কাপড়ের টানা সুতার দিক নির্দেশক চিহৃ দিতে হবে।
ত্রুটি : প্রতিটি প্যাটার্নের ওপর সাইজ ও অংশের নাম লেখা না থাকলে।
প্রতিকার : প্রতিটি প্যাটার্নের ওপর সাইজ ও অংশের নাম লিখতে হবে।
ত্রুটি : প্যাটার্নসমূহ সেলাই রেখা বরাবর U বা V আকৃতির খাঁজ না কাটা হলে।
প্রতিকার : প্যাটার্নসমূহ সেলাই রেখা বরাবর U বা V আকৃতির খাঁজ কাটতে হবে।