এই পোষ্টের মাধ্যমে আমরা পকেট এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো।
পকেট বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে উল্ল্যেখযোগ্য পাঁচটি পকেট।
পকেট এর প্রকারভেদ
- প্লেইন পকেট
- স্কয়ার পকেট
- নোছ পকেট
- বন পকেট
- রাউন্ড পকেট
প্লেইন পকেট
- প্লেইন পকেট দেখতে, দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু নিচের দিকে সামান্য সরু। টি-শার্টের মধ্যে থাকা পকেটগুলো বেশিভাগই প্লেইন পকেট।
স্কয়ার পকেট
- স্কয়ার বলতে, চারদিকে সমান বোঝানো হয়েছে। স্কয়ার পকেটের দৈর্ঘ্য প্রস্থ সমান।
নোছ পকেট
- নোছ পকেট দেখতে অনেকটা স্কয়ার পকেটের মতন তবে নোছ পকেটের দৈর্ঘ্যের শেষ প্রান্তের দুই সাইড আড়াআড়িভাবে ভাঁজ করে সেলাই করা হয়।
বন পকেট
- বন পকেট দেখতে, পকেট খোলার মুখ বাইরের দিকে থাকে এবং পকেটের ভিতরে থাকে। এজাতীয় পকেটই হল বন পকেট।
রাউন্ড পকেট
রাউন্ড পকেট দেখতে, পকেটের প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যের নিচে রাউন্ড থাকে। এরকম নমুনার পকেটকেই রাউন্ড পকেট বলা হয়।
আরো অনেক রকমের পকেট রয়েছে যা সাধারনত বেশি ব্যবহার করা হয় না।
- ঘড়ি পকেট
- আর্মহল পকেট
- সাইড সেম পকেট
- তালি পকেট
- ক্রস পকেট
জিন্স প্যান্টে ছোট পকেটের রহস্য সম্পর্কে জানতে – ক্লিক করুন।
খুবি ভাল,ধন্যবাদ।
ডাইং রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভাল হয়।
Good post Air.