এই পোষ্টের মাধ্যমে আমরা কোয়ালিটি কাকে বলে এবং গার্মেন্টস প্রোডাক্টের কোয়ালিটি চেনার উপায়গুলো জানতে পারবো।
আমরা প্রায়ই বিভিন্ন শপিংমলে মার্কেটিং করার জন্য যাই। আমরা কি জানি আমাদেরকে বিক্রেতারা যে পণ্য দিচ্ছে তার কোয়ালিটি খারাপ নাকি ভাল। এই পোস্টটি ভালোভাবে পড়লে আপনি নিজেই যাচাই করতে পারবেন।
পোশাকের কোয়ালিটি চেকের উপায়গুলো
- ফেব্রিক কোয়ালিটি চেক
- সিম এর ভেতরের গ্যাপ গুলি
- খোলা জিপার
- জিপার ম্যাচিং
- ফেব্রিকের ইলাস্টিসিটি চেক
- হেম এর সাইজ যেনো ছোট/বড়
- পোশাকের লেবেল চেক
- বাটন হোল চেক
- পার্ট বাই পার্ট সেডিং
ফেব্রিক কোয়ালিটি চেক

পোশাকের কিছু অংশ হাতের মুঠোতে এনে মুঠো শক্তভাবে কিছুক্ষণ ধরে রাখুন, মুঠো ছাড়ার পরে যদি ফেব্রিকটি চূর্ণ-বিচূর্ণ কাগজের মতন দেখা যায় তাহলে বুঝবেন ফেব্রিকটিকে একটি স্পেশাল কেমিক্যাল দিয়ে ফিনিশিং করা হয়েছে। এরকম রূপ ধারণ করা ফেব্রিক প্রথমবার ধোয়ার পরেই কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে।
সিম এর ভেতরের গ্যাপ গুলি
পোশাকের দুইটি পার্ট একত্রে স্টিচ করা আছে এমন একটি পার্ট বের করুন, তারপর একটি পার্ট থেকে অন্য একটি পার্ট হালকা করে টেনে ধরুন। টেনে ধরার ফলে যদি স্টিচগুলো কুঁচকে যায় তবে কাপড়টি কোয়ালিটি সম্পন্ন নয়। আর যদি স্টিচগুলি টাইট হয় তাহলে এটি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক দ্বারা তৈরি।
খোলা জিপার

পোশাক কেনার ক্ষেত্রে জিপার চেক। জিপার চেক করার সময় দেখবেন, জিপার খোলা অথবা প্লাস্টিকের জিপার কোয়ালিটি সম্পন্ন না। ভালো কোয়ালিটির পোশাকে গার্মেন্টস এক্সেসরিজ ভালো থাকে যেমন মেটাল দ্বারা তৈরি জিপার ব্যবহার করা হয় এবং জিপারের উপরে কভার থাকে।
জিপার ম্যাচিং

কোয়ালিটি সম্পন্ন পোশাকের ক্ষেত্রে জিপারের লেন্থ, কালার, হাইট সম্পূর্ণ ফেব্রিক এর সাথে মিলে যাবে।
ফেব্রিকের ইলাস্টিসিটি চেক

আপনি যে প্রোডাক্টটি কিনবেন তার ফেব্রিক ধরে হালকা টান দিয়ে দেখুন ফেব্রিকটি আবার আগের মতন হয়ে যায় নকি লুজ হয়েছে। যদি ফেব্রিক লুজ হয়ে যায় তাহলে এটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন নয়।
হেম এর সাইজ যেনো ছোট/বড়

হেম চেক, সাধারণত প্যান্ট এবং স্কার্টের হেম 4Cm হয়ে থাকে আর শার্টের জন্য 2Cm হয়। যদি আপনার ক্রয় কৃত পোশাকটির হেম কম হয় তাহলে এটি লেয়ার কোয়ালিটির প্রোডাক্ট বলে গণ্য হবে।
পোশাকের লেবেল চেক

পোশাক ক্রয় করার সময় দেখুন পোশাকের কেয়ার লেবেল, ব্রান্ড লেভেল ইত্যাদি পোশাকের মধ্যে লাগানো আছে কিনা। যদি লাগানো না থাকে তাহলে পোশাকটি কোয়ালিটি সম্পন্ন নয়।
বাটন হোল চেক

বাটন হোল চেক, যখন আপনি কোন পোষাক কিনবেন তখন বাটন হলের দিকে খেয়াল করবেন, দেখবেন যে বাটন হোল ঠিক আছে কিনা। মাঝে মাঝে দেখা যায় যে বাটন হোল বোতাম এর থেকে বেশি মোটা থাকে।
পার্ট বাই পার্ট সেডিং

পার্ট বাই পার্ট সেডিং এর মানে হচ্ছে, আপনি যে পোশাকটি কিনবেন ঐ পোশাকের কালারে কোন তারতম্য আছে কিনা। মানে পোশাকের এক পাশের কালার ডীপ, এবং অন্যপাশের কালার লাইট।
যদি পোশাকে কালারের তারতম্য থাকে তাহলে আপনার পোশাকটি কোয়ালিটি সম্পন্ন নয়।
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন টুইস্ট | Yarn Twist সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ও থ্রেড এর পার্থক্য জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
কাউন্ট নিয়ে যত কথা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
sir nice…post
ai post ti sobar jonno ie dorkati…… tnq sir…
টেক্সটাইলের ক্যামিকেল কিনতে যোগাযোগ করুন মিল্কি ফেব্রিক্সসে।
যোগাযোগ নাম্বার : ০১৮৭২৪২৯২২৮
ধন্যবাদ।
dear sir quality shart ar all proses gula tr por altar ar sob name gula jodi diten…. mot kotha huilo je qualityr jonne o kichu update den na plz thle khub upokar hoy
ok. sir 3 din air maje garments altar niye post paben.
Tnq for comment.
textile banglar chuk rakhon……