টানা ও পড়েন সুতোর সমকোণে মেশিনের সাহায্যে বন্ধনীর মাধ্যমে ওভেন ফেব্রিক তৈরি হয়। (সহজ করে,দুই সারি সূতা তাঁত এর সাহায্যে পরস্পর সমকোণ বন্ধনীর মাধ্যমে যে কাপড় বা ফেব্রিক তৈরী করে তাকে, ওভেন ফেব্রিক বলা হয়)
ওভেন ফেব্রিক এর বৈশিষ্ট্য
- ওভেন ফেব্রিক এ দুই সারি সুতা মানে টানা ও পড়েন সুতা ব্যবহার করা হয়।
- ওভেন ফেব্রিকের এক সারিতে টানা ও অন্য সারিতে পরেন সুতা ব্যবহার করা হয়।
- নীট ফেব্রিক এর তুলনায় ওভেন ফেব্রিক এর ব্যবহার বেশি হয়।
- ওভেন ফেব্রিক এর ইলাস্টিকতা নেই বললেই চলে।
- ওভেন ফেব্রিক এর ক্ষেত্রে ইয়ার্ন ডাইং বা অলওভার প্রিন্টিং করা হয়।
- ওভেন ফেব্রিক এর ব্যবহারবিধি তুলনামূলক বেশি।
- প্রত্যেকটি ওভেন ফেব্রিকে একটি নির্দিষ্ট ডিজাইন থাকে।
- ওভেন ফেব্রিক দ্বারা লেডিস আইটেম এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
- ওভেন ফেব্রিক এর দাম তুলনামূলক সামঞ্জস্যপূর্ণ।
- ওভেন ফেব্রিক এ টানা সুতায় আগে মার প্রয়োগ করতে হয়।
- ওভেন ফেব্রিক তুলনামূলকভাবে ভাঁজ বেশি দেখা যায়।
- ওভেন ফেব্রিকের প্রান্তভাগ গুটিয়ে যায় না।
- ওভেন ফেব্রিক এর টপ সাইট এবং ইনসাইড দুটি একই রকম অথবা ভিন্ন হতে পারে।
- ওভেন ফেব্রিক সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই, ও ট্রিপল প্লাই বিশিষ্ট থাকতে পারে।
- ওভেন ফেব্রিক তৈরি করার সময় চাইলে চেক,স্ট্রাইপ,ক্রসওভার এবং বিভিন্ন রকম ইফেক্ট সৃষ্টি করা যায়।
- ওভেন ফেব্রিকের সামনে-পিছনে অথবা উভয় দিকে আনকাট পাইল থাকতে পারে।
টানা এবং পড়েন সুতার ব্যবহারটা একটু ভিডিওর মাধ্যমে দেখালে ভালো হতো।
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।