আজকে আমরা ওয়েট প্রসেসিং নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ওয়েট (Wet) শব্দের অর্থ ভিজা, আর প্রসেস (Process) শব্দের অর্থ হল পদ্ধতি বা প্রক্রিয়া।
অর্থাৎ, ওয়েট প্রসেস অর্থ হল ভিজা প্রক্রিয়া, মানে টেক্সটাইল দ্রব্য, (আশ, সুতা, কাপড়, ইত্যাদি) কে পানির সহযোগে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আশ, সুতা, কাপড় ইত্যাদিকে ব্যবহার উপযোগী করাই ওয়েট প্রসেসিং।
ওয়েট প্রসেসিং প্রক্রিয়ার ভাগসমূহ (Types of wet processing)
ওয়েট প্রসেসিং প্রক্রিয়া সমূহকে সংক্ষিপ্ত আকারে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে।
- প্রিট্রিটমেন্ট (Pretreatment)
- ডাইং ও প্রিন্টিং (Dyeing And Printing)
- ফিনিশিং (Finishing)
প্রক্রিয়াগুলোর বর্ণনা
প্রিট্রিটমেন্ট (Pretreatment)
প্রিট্রিটমেন্ট অর্থ হচ্ছে প্রস্তুতিমূলক প্রক্রিয়া। টেক্সটাইল কেমিক্যাল শিল্প কারখানায় কাপড়, সুতা কিংবা ফাইবারের রং করার পূর্ব পর্যন্ত যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাই হলো প্রিট্রিটমেন্ট প্রক্রিয়া।
প্রিট্রিটমেন্ট প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো টেক্সটাইল দ্রব্যকে রং করার উপযোগী করে তোলা।
সিনঞ্জিং, ডিসাইজিং, স্কায়ারিং, ব্লিচিং ইত্যাদি প্রক্রিয়াকেও প্রিট্রিটমেন্টের আওতায় বিবেচনা করা হয়।
ডাইং ও প্রিন্টিং (Dyeing And Printing)
ডাইং (Dyeing)
ফাইবার, সুতা কিংবা কাপড়কে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অন্যান্য সহায়ক পদার্থের সাথে পানি সহযোগে পেনিট্রেশনের মাধ্যমে রং ফুটিয়ে তোলার প্রক্রিয়াকে ডাইং বলে।
প্রিন্টিং (Printing)
ডিজাইন অনুযায়ী কাপড়ের স্থান বিশেষে রং ফুটিয়ে তোলার প্রক্রিয়া কি প্রিন্টিং বলে।
প্রিন্টিং মানে স্থান বিশেষে ডিজাইন অনুসারে রং করা।
অনেক ধরনের পদ্ধতিতে রং ফুটিয়ে তোলা যায় বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করে নানাবিধি কৌশলের মাধ্যমে কাপড়ে প্রিন্টিং করা হয়।
ফিনিশিং (Finishing)

কাপড় কে ডাইং ও প্রিন্টিং করার পর কাপড়ের চাকচিক্যতা, মসৃণতা, উজ্জ্বলতা, সৌন্দর্য, কোমলতা, মোলায়েম এবং কাপড়ে যাতে ভাঁজ না পড়ে সর্বোপরি ক্রেতার নিকট আকর্ষণীয় করার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তাই হলো ফিনিশিং।
সাধারণত ফিনিশিং দুইভাবে করা হয়
- যান্ত্রিক ফিনিশিং
- রাসায়নিক ফিনিশিং
যান্ত্রিক ফিনিশিং
কোন ধরনের কেমিক্যাল ব্যবহার না করে যান্ত্রিকভাবে অর্থাৎ মেশিনের সাহায্যে ফিনিশিং কার্য সম্পন্ন করা কে যান্ত্রিক ফিনিশিং বলা হয়।
যান্ত্রিক ফিনিশিং পদ্ধতিকে আবার দুইভাগে ভাগ করা হয়।
- স্থায়ী পদ্ধতি
- অস্থায়ী পদ্ধতি
স্থায়ী পদ্ধতি
- মিলিং
- রাইজিং
- সানফোরাইজিং ইত্যাদি
অস্থায়ী পদ্ধতি
- ক্যালেন্ডারিং
- বিটিনিং
- এমবোসিং
রাসায়নিক ফিনিশিং
বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে যে ফিনিশিং কার্য সম্পন্ন করা হয় তাকে রাসায়নিক ফিনিশিং বলে।
রাসায়নিক ফিনিশিং পদ্ধতিকে দুইভাগে ভাগ করা হয়।
- স্থায়ী পদ্ধতি
- অস্থায়ী পদ্ধতি
স্থায়ী পদ্ধতি
- মার্সেরাইজিং
- ওয়াটার প্রুফিং
- ফায়ার প্রুফিং
- মথ প্রুফিং ইত্যাদি
অস্থায়ী পদ্ধতি
- ফিলিং
- সফেনিং ইত্যাদি।
বেশিরভাগই স্থায়ী ফিনিশিং ব্যবহার করা হয়। অনেক সময় কাপড়ে উভয় প্রকার ফিনিশিং হতে পারে।
ওয়েট প্রসেসিং এর গুরুত্ব
গ্রে কাপড়কে ফিনিশড কাপড়ের পরিণত করাই ওয়েট প্রসেসিং এর মূল উদ্দেশ্য। আর এজন্যই কাপড়ের সৌন্দর্য বিকাশিত হয় কাপড় ব্যবহারের উপযোগী হয়। ওয়েট প্রসেসিং প্রক্রিয়া দ্বারা মানুষের চাহিদা বাজারের চাহিদা অনুযায়ী কাপড়েকে মানসম্পন্ন ও আকর্ষণীয় করে তোলা হয়। টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর গুরুত্ব অপরিসীম।
Wet process somporke arek ta post korle valo hoy.
Tnx
ok sure