এই পোষ্টের মাধ্যমে আমরা কার্ড স্ট্রিপিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
ডীপ ডাইং কী? ডীপ ডাইং কীভাবে করে জানতে – ক্লিক করুন।
স্ট্রিপিং (Stripping)
যে পদ্ধতিতে কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের ওয়্যার বা দাঁতসমূহর মধ্যে লেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, নেপ, অপদ্রব্য, ধুলাবালি, ময়লা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাকে কার্ড স্ট্রিপিং বলে।
কার্ড স্ট্রিপিং এর শ্রেণীবিভাগ (Classification of Card Stripping
প্রধানত চার ভাবে কার্ড রোলারসমূহের স্ট্রিপিং করা হয়।
- রোলার স্ট্রিপিং (Roller Stripping)
- হুডেড ব্রাশ স্ট্রিপিং (Hooded Brush Stripping)
- ক্রমাগত স্ট্রিপিং (Continuous Stripping)
- ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
রোলার স্ট্রিপিং (Roller Stripping)
১৪” ইঞ্চি দৈর্ঘ্যের ৬” ইঞ্চি ব্যাসের স্ট্রিপিং কিলেট দ্বারা আবৃত রোলার একেই রোলার স্কেটিং বলা হয়।
রোলার সিলেন্ডার ও দফার রোলারের ঘূর্ণনের বিপরীত দিকে চলে তাই সিলিন্ডার ও ডফারের ওয়্যার পরিষ্কার হয়।
হুডেড ব্রাশ স্ট্রিপিং (Hooded Brush Stripping)
যখন স্টেপিং করা হয় তখন কার্ড রুমে ডাস্ট অফলাইন বাতাসে উড়ে বেড়াতে থাকে, যা উপস্থিত সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তার কারণেই স্ট্রিপিং ব্রাশের ওপর একটি মেটাল হূড পুরো ডিভাইসটিকে আবৃত করে রাখে। বায়ু প্রবাহের মাধ্যমে অপদ্রব্যগুলো হূড থেকে দূর করা হয়।
ক্রমাগত স্ট্রিপিং (Continuous Stripping)
এই ক্রমাগত স্ট্রিপিং এর প্রচলন নেই বললেই চলে। ক্রমাগত স্ট্রিপিং সাধারনত সিলিন্ডার ও ডফারের মধ্যে স্থাপন করা হয়। যেই আঁশগুলো ডফারে না গিয়ে সিলিন্ডারে থেকে যায়, সেই আঁশগুলো পুনরায় প্রসেসের আঁশের মধ্যে ফিরিয়ে দেওয়াই ক্রমাগত স্ট্রিপিং এর মূল উদ্দেশ্য।
ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
ভ্যাকুয়াম স্ট্রিপিং দ্বারা রোলার স্ট্রিপিং এর চেয়ে ভালো ফল পাওয়া যায়। সাধারণত বাতাস প্রবাহের মাধ্যমে সিলিন্ডার, ডফার ও ফ্লাট হতে অপদ্রব্য/ময়লা খুব সহজেই দূর করা সম্ভব। ভ্যাকুয়াম স্ট্রিপিং শক্তি চালিত পাম্পের সাহায্যে এ বায়ু প্রবাহের সৃষ্টি করা হয়।
গার্মেন্টস ডিফেক্ট (Garments Defect) সম্পর্কে জানতে – ক্লিক করুন।
স্ট্রিপিং এর প্রয়োজনীয়তা (Stripping Requirements)
- উৎপাদিত স্লাইভারের মান ভালো রাখার জন্য।
- স্ট্রিপিং এর মাধ্যমে রোলারসমূহ পরিষ্কার থাকলে অপচয় কম হয়।
- সিলিন্ডার, ডফারসমূহ সার্বক্ষনিক পরিষ্কার রাখার জন্য।
- বিভিন্ন ওয়্যারের জমে থাকা নেপস, ময়লা, ক্ষুদ্র আঁশ ইত্যাদি পরিষ্কার করার জন্য।
- প্রসেসিং প্রক্রিয়া সচল রাখার জন্য স্ট্রিপিং অত্যাবশ্যক।
ইয়ার্ন ব্যাচিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।
স্ট্রিপিং এর প্রকারভেদ (Types of Stripping)
বিভিন্ন প্রকারের কার্ড স্ট্রিপিং করা সম্ভব। নিচে চার প্রকারের কার্ড স্ট্রিপিং দেখানো হলো।
- ব্রাশ স্ট্রিপিং (Brush Stripping)
- হুডেড স্ট্রিপিং (Hooded Stripping)
- ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
- কন্টিনিউয়াস স্ট্রিপিং (Continuous Stripping)
ব্রাশ স্ট্রিপিং (Brush Stripping)
ব্রাশ স্ট্রিপিং রোলার স্ট্রিপিং ও বলা হয়। ১৪” ইঞ্চি দৈর্ঘ্যের ৬” ইঞ্চি ব্যাসের স্ট্রিপিং কিলেট দ্বারা আবৃত রোলার একেই রোলার স্কেটিং বলা হয়।
রোলার সিলেন্ডার ও দফার রোলারের ঘূর্ণনের বিপরীত দিকে চলে তাই সিলিন্ডার ও ডফারের ওয়্যার পরিষ্কার হয়।
হুডেড স্ট্রিপিং (Hooded Stripping)
যখন স্টেপিং করা হয় তখন কার্ড রুমে ডাস্ট অফলাইন বাতাসে উড়ে বেড়াতে থাকে, যা উপস্থিত সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তার কারণেই স্ট্রিপিং ব্রাশের ওপর একটি মেটাল হূড পুরো ডিভাইসটিকে আবৃত করে রাখে। বায়ু প্রবাহের মাধ্যমে অপদ্রব্যগুলো হূড থেকে দূর করা হয়।
ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
ভ্যাকুয়াম স্ট্রিপিং দ্বারা রোলার স্ট্রিপিং এর চেয়ে ভালো ফল পাওয়া যায়। সাধারণত বাতাস প্রবাহের মাধ্যমে সিলিন্ডার, ডফার ও ফ্লাট হতে অপদ্রব্য/ময়লা খুব সহজেই দূর করা সম্ভব। ভ্যাকুয়াম স্ট্রিপিং শক্তি চালিত পাম্পের সাহায্যে এ বায়ু প্রবাহের সৃষ্টি করা হয়।
কন্টিনিউয়াস স্ট্রিপিং (Continuous Stripping)
এই কন্টিনিউয়াস স্ট্রিপিং এর প্রচলন নেই বললেই চলে। ক্রমাগত স্ট্রিপিং সাধারনত সিলিন্ডার ও ডফারের মধ্যে স্থাপন করা হয়। যেই আঁশগুলো ডফারে না গিয়ে সিলিন্ডারে থেকে যায়, সেই আঁশগুলো পুনরায় প্রসেসের আঁশের মধ্যে ফিরিয়ে দেওয়াই ক্রমাগত স্ট্রিপিং এর মূল উদ্দেশ্য।
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন টুইস্ট | Yarn Twist সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ও থ্রেড এর পার্থক্য জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
কাউন্ট নিয়ে যত কথা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।