ডাইং এমন একটি প্রক্রিয়া, যার দ্বারা টেক্সটাইল দ্রব্যের ভৌত ও রাসায়নিক গুণাবলী পরিবর্তন করা যায়। কোন দ্রব্যকে ডাইং করলে দ্রব্যের ভৌত ও রাসায়নিক গুনাগুন পরিবর্তন হয়, ভৌত এবং রাসায়নিক গুণাবলী পরিবর্তন হওয়ার ফলে দ্রব্য/বস্তুর উপর আলো পরলে তা প্রতিফলিত হয়ে রঙিন দেখায়।
ডাইং কাকে বলে
যে প্রক্রিয়ার ফলে বস্তুর ভৌত ও রাসায়নিক গুণাবলীর পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে ডাইড বস্তুর উপর আলো প্রতিফলিত হয়ে তা রঙিন বস্তু হিসেবে আমরা দেখতে পাই, তাকেই ডাইং বলে।
অন্যভাবে বলা যায়, সুতা বা কাপড়কে পানি দ্বারা রং এবং বিভিন্ন কেমিক্যালের সাথে মিশিয়ে দ্রবণকে রঙিন করার প্রণালী কে ডাইং বলে।
ডাইং
তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইং কাকে বলে। এখন এসব কিছু ছাড়াও, ডাইং এর ক্ষেত্রে অনেক নির্দিষ্ট নিয়ম কানুন যেমন- pH সঠিকভাবে নিয়ন্ত্রণ, তাপমাত্রা ঠিক রাখা, নির্দিষ্ট সময়, বিভিন্ন কেমিক্যাল এবং রং (ডাইজ) এর সহযোগে ডাইং করা হয়।
ডাইং এর উদ্দেশ্য
- কাপড়কে নির্দিষ্ট একটি রং দিয়ে সম্পূর্ণ কাপড়কে সঠিক এবং সমানভাবে রং করা।
- কাপড়কে বাহ্যিকভাবে সৌন্দর্য বৃদ্ধি করা এবং আকর্ষণীয় করা।
- কাপড়কে প্রিন্টিং এর উপযোগী করা।
- ভালো কোয়ালিটির রং এর সাহায্যে ডাইং করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা ইত্যাদি।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার পছন্দ হতে পারে
টেক্সটাইল কি জানতে ক্লিক করুন
প্রিন্টিং সম্পর্কে জানতে ক্লিক করুন
প্রিন্টিং পেস্টের উপাদান সম্পর্কে জানতে ক্লিক করুন
ডীপ ডাইং সম্পর্কে জানতে ক্লিক করুন