শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি প্রয়োজনীয়তা অপরিসীম। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেকেই কোয়ালিটি কন্ট্রোল পোস্টে চাকরি করে আসছেন। পোশাক শিল্পে কোয়ালিটি সেক্টরের গুরুত্ব এবং পূর্ণরূপ সম্পর্কে সকল প্রাক্তন ছাত্র এবং টেক্সটাইল ফ্যাক্টরিতে কর্মরত কর্মীদের Quality এর পূর্ণরূপ কি জানা উচিত।
আমরা জানি, বাংলাদেশের শিল্পের বেশিভাগ পোশাকই বিদেশে রপ্তানি হয়। সে ক্ষেত্রে পোশাকের কোয়ালিটি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি কোন ভূল-ত্রূটি থাকে তাহলে বিরাট সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে বিদেশি বায়ারদের সাথে বাংলাদেশের পোশাকশিল্পের সম্পর্ক খারাপ হতে পারে। তাই পোশাকে যাতে কোনো সমস্যা না থাকে এই বিষয়টি সম্পূর্ণ রূপে কোয়ালিটি কন্ট্রোল এর উপর নির্ভর করে।
গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কোয়ালিটিতে পদে চাকরি করেন তাদের প্রধান কাজ হল ফ্যাক্টরিতে তৈরিকৃত পোশাক খুব ভালো ভাবে চেক করা।
মজার ব্যাপার হলো, কোয়ালিটিতে চাকরি করেন কিন্তু অনেকেই গার্মেন্টস কোয়ালিটি কি এবং এর পূর্ণরূপ সম্পর্কে জানেন না। কোয়ালিটির পূর্ণরূপ সম্পর্কে সবার জানা উচিত। কারণ কি কাজ করলেন ঐ কাজের প্রধান উদ্দেশ্য যদি না জানেন তাহলে তো কাজ সম্পূর্ণ হল না।
আর কথা বাড়াবো না চলুন আমরা গার্মেন্টস কোয়ালিটি কি পয়েন্টে ফিরে যাই।
Quality এর পূর্ণরূপ কি
Quality – গুনগত মান, গুন
Full Meaning of Quality
Q+u+a+l+i+t+y = Quality
- Q = Quite (পুরোপুরিভাবে বাস্তব)
- U = Unity (একতা, অখন্ডতা)
- A = Ability (নিপুণতা, যোগ্যতা)
- L = Liability (দায়িত্ব, দায় বদ্ধতা)
- I = Intelligent (বুদ্ধিমান)
- T = Truthful (বাস্তবিক, সত্যবাদী)
- Y = Youthfullness (তারুণ্য, তেজী মনোভাব)