এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে খুব সহজেই ফেব্রিককে গজ থেকে কেজিতে বের করা যায়।
1 গজ ফেব্রিক = কত কেজি অথবা ১ কেজি ফেব্রিক = কত গজ, এটা জানতে হলে প্রথমে ফেব্রিকের পার স্কয়ার মিটার ওজন জিএসএম (GSM) এবং প্রস্থ জানতে হবে।

প্রশ্ন – ফেব্রিকের জিএসএম ১৭০ প্রস্থ ৬৪ বিশিষ্ট ১ গজ ফেব্রিক সমান কত কেজি ?
সূত্র -
১ গজ ফেব্রিক = {ফেব্রিকের জিএসএম × ফেব্রিকের প্রস্থ (ইঞ্চি)} ÷ ৪২৯১৩.৩৯ = কেজি।
সমাধান –
দেওয়া আছে,
ফেব্রিকের জিএসএম = ১৭০
ফেব্রিকের প্রস্থ = ৬৪ ইঞ্চি
১গজ ফেব্রিক = {( ১৭০ × ৬৪ ) ÷ ৪২৯১৩.৩৯} কেজি
= ০.২৫৩ কেজি।
উত্তর: ১ গজ ফেব্রিক = ০.২৫৩ কেজি।