এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব দোয়া করার ভাষা কি।
দোয়া করার ভাষা
আমাদের অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আরবি ভাষায় দোয়া না করলে দোয়া কবুল হয় না। জরুরী না যে দোয়ার মধ্যে আরবি ভাষায় বলতে হবে, আপনি আপনার চলতি ভাষায়ও দোয়া করতে পারেন।
আল্লাহ সুবহান আল্লাহ তা’আলা দুনিয়ার সমস্ত ভাষা জানেন আপনি যদি কোন কিছু নাও বলেন তো আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা সব জানে।
দোয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন শুধু মনের অন্তস্থল থেকে চাইবেন। আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন, এই পুরো পৃথিবীর মধ্যে আপনাকে কেউ এতো ভালো করে বুঝেনা যতটা আল্লাহ তাআলা আপনাকে বোঝে। এই পৃথিবীর মধ্যে এতটা ভালো কেউ আপনাকে বাঁচতে পারবেন না যতটা আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে ভালোবাসে।
আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং পুরা উম্মতি মোহাম্মদের জন্য ভালো দোয়া চান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন।