শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই প্রশ্নের মাধ্যমে আমরা ভিসকোস ফাইবারের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব।
ভিসকোস ফাইবারের ভৌত বৈশিষ্ট্য
- টেনাসিটি :- এই ফাইবারে টেনাসিটি মূলত নির্ভর করে রেয়নের প্রকারভেদ ও পলিমারাইজেশন এর মাত্রার উপর।
- ইলাস্টিসিটি :- যেহেতু কৃত্তিম ফাইবার তাই ইলাস্টিসিটি ও উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে।
- রেসিলেন্সি :- কম।
- ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা :- কম।
- আর্দ্রতা :- আদ্রতা সাধারণত ১২ থেকে ১৩ % হয়ে থাকে।
- আপেক্ষিক গুরুত্ব :- ১.৫২
- দাহ্য আচরণ :- তাড়াতাড়ি পুড়বে।
- তাপ প্রতিরোধক :- ১৫০° তাপ হলে শক্তি কমে যায়।
- চাকচিক্যতা :- সাধারণত হালকা থেকে উজ্জ্বল হয়।
- পানি শোষণ ক্ষমতা :- পানি শোষণ ক্ষমতা ভালো সাধারণত কটনের থেকে বেশি পানি শোষণ করে থাকে।