এই পোষ্টের মাধ্যমে আমরা, প্রিন্টিং কাকে বলে? প্রিন্টিং এর উদ্দেশ্য এবং প্রিন্টিং এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব।
প্রিন্টিং (Printing)
ক্যামিকেল এর সাহায্যে কাপড়ের উপর নির্দিষ্ট ডিজাইন অনুসারে বিভিন্ন রং প্রতিফলিত করাকে প্রিন্টিং বলে।
প্রিন্টিং এর উদ্দেশ্য (Purpose of Printing)

- কাপড় কে বিভিন্ন রং এর মাধ্যমে এট্রাক্টিভ ডিজাইন তৈরি করা।
- কাপড়ের আকর্ষণীয়তা বাড়ানোর জন্য।
- কাপড়ের চাহিদা বৃদ্ধি করার জন্য।
- কাপড়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে।
- পোশাকের মূল্য বৃদ্ধি করার জন্য প্রিন্টিং করা হয়।
- প্রিন্টিং প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ের উপর একাধিক বর্ণের সমাহার ঘটানোর জন্য।
প্রিন্টিং এর প্রকারভেদ (Types of Printing)

- ব্লক প্রিন্টিং
- স্টেনসিল প্রিন্টিং
- স্ক্রীন প্রিন্টিং
- ট্রান্সফার প্রিন্টিং
- রোলার প্রিন্টিং
- ফ্লক প্রিন্টিং
Good
টেক্সটাইলের ক্যামিকেল কিন্তু যোগাযোগ করুন মিল্কি ফেব্রিক্সসে।
যোগাযোগ নাম্বার : ০১৮৭২৪২৯২২৮
ধন্যবাদ।
goood post…..
printing এর ব্যবহার করা কেমিক্যাল এর কোনটার কী কাজ ? যেমন :
১.থিকনার। ২.ইউরিয়া। ৩.পিগমেন্ট বাইন্ডার।৪.এলজিনেট গাম।৫.সেডিয়াম বাইকার্বনেট।৬.সোডা অ্যাস।৭.রেজি সল্ট