যারা IE কে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আজকের এই আলোচনা।
যদি আপনি ভবিষ্যতে কখনো IE এর জব এর জন্য কোন ইন্টারভিউ ফেস করেন তাহলে আপনাকে অবশ্যই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে।
আজকে এমনই কিছু প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা দিব যা IE ইন্টারভিউ বোর্ডে প্রায়ই জিজ্ঞেস করে থাকে।

প্রশ্ন – ১
আপনার নিজের সম্পর্কে বলুন?
- আপনার নাম?
- আপনার শিক্ষাগত যোগ্যতা?
- আপনার ফ্যামিলি সম্পর্কে?
প্রশ্ন -২
IE তে কি কি কাজ থাকে?
প্রশ্নের উত্তরে আপনি আই ই এর কাজ গুলো বলতে পারেন।
- টাইম স্টাডি
- লে আউট
- লাইন ব্যালেন্স
- মোশন স্টাডি
- মেথড ইমপ্রুভমেন্ট
- সাইকেল টাইম চেক ইত্যাদি।
প্রশ্ন – ৩
ওয়ার্ক স্টাডি কি?

প্রশ্ন – ৪
মেথড স্টাডি কি?

প্রশ্ন – ৫
মেথড স্টাডির ধাপগুলো সম্পর্কে বিস্তারিত।

প্রশ্ন – ৬
ভ্যালু অ্যাডেড টাইম এবং ননভ্যালু অ্যাডেড টাইম কি?
- ভ্যালু অ্যাডেড টাইম
- ননভ্যালু অ্যাডেড টাইম

প্রশ্ন – ৭
SMV কি?

SMV সম্পর্কে বিস্তারিত জানতে :- ক্লিক করুন।
প্রশ্ন – ৮
টার্গেট এবং এফিশিয়েন্সি ক্যালকুলেশনের সূত্র।
টার্গেট বের করার ফর্মুলা

ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা

প্রশ্ন – ৯
প্রডাক্টিভিটি কি?
আউটপুট এবং ইমপুটের রেশিও কে প্রডাক্টিভিটি বলা হয়।
প্রশ্ন -১০
7 ওয়েস্টেজ কি?

প্রশ্ন – ১১
ফ্যাক্টরি সম্পর্কে আপনার নলেজ কি?
ফ্যাক্টরি সম্পর্কে যেই তথ্যগুলো জিজ্ঞেস করতে পারে।
- ফ্যাক্টরির মেন মেশিন রেশিও কত?
- ফ্যাক্টরির এভারেজ এফিশিয়েন্সি কত?
- ফ্যাক্টরির মেশিন প্রডাক্টিভিটি কত?
- ফ্যাক্টরিং এভারেজ SMV কত?
- ফ্যাক্টরির কোন কোন বায়ার আছে?
- ফ্যাক্টরিতে মোট কয়টি লাইন আছে?
- ফ্যাক্টরিতে মোট অপারেটরের সংখ্যা কত?
- ফ্যাক্টরিতে টোটাল মেশিন কয়টি?
- ফ্যাক্টরির এভারেজ ডিফেক্ট পার্সেন্টেজ কত?
- ফ্যাক্টরিতে কোন ধরনের ডিফেক্ট বেশি পাওয়া যায়?
প্রয়োজনীয় কিছু লিংক
SMV কি এবং SMV কি কি কাজে ব্যবহৃত হয় জানতে :- ক্লিক করুন।
DHU কী ? DHU এর পরিমাপ কিভাবে করতে হয় জানতে :- ক্লিক করুন।
ফিনিশিং ফল্টগুলো সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
গার্মেন্টস ওয়াশিং সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
টাই-ডাই সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
good post….
sir garments alter niya lekhele valo hoy..
Tnq sir …
sure garments alter niya lekha hobe… textile Banglar Shate ie Thokon
Dear Sir
Writing products lay out something information for me.
I don’t understand it All machines information.
ধন্যবাদ। আপনার অনুরোধটি আমরা নোট করে রাখলাম।