এই পোস্টের মাধ্যমে আমরা তাইয়াম্মুমের সুন্নত সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
প্রতিটি মুসলমানেরই তাইয়ামুমের সুন্নত সমূহ জানা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে দেশের সব স্থানেই পানি রয়েছে যদি এরকম কোন অবস্থায় হুট করে পড়ে যায় যে পানি নেই অজু করা যাচ্ছে না কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে। এমত অবস্থায় তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে বিশেষ করে এই অবস্থাটি তৈরি হয় যানবাহনে পরিবহন করার সময়। যেমন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন দ্রুতগামী বাস তাই কোথাও থামায় না এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে কিন্তু বাসের ভিতরে অজু করার কোন স্থান নেই আর পানিও নেই তখন আপনি চাইলে তাইয়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন।
চলুন তাহলে আর দেরি না করে তাইয়াম্মুমের সুন্নত সমূহ সম্পর্কে জেনে নেয়া যাক
- তাইয়াম্মুমের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া
- মাটিতে হাত রাখার সময় আঙ্গুলসমূহ ফাঁক করে রাখা।
- মাটিতে উভয় হাত রাখার পর হস্তদ্বয় সামান্য আগে পিছে নিয়ে মাটিতে ঘর্ষণ করা।
- তারপর উভয় হাত ঝেড়ে নেওয়া।
- তায়াম্মুমের অঙ্গসমূহ মাসেহ করার সময় ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ প্রথমে সম্পূর্ণ মুখ মণ্ডল তারপর ডান এবং বাম হাত অনুসহ মাসেহ করা।
- চেহারা ও হাতের মাসেহ এর মাঝে বিলম্ব না করা।
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের যখন তাইয়াম্মুম করার সময় হবে তখন প্রতিটি সুন্নত মান্য করার তৌফিক দান করুক (আমিন)
তথ্যসূত্র:
- কিতাবুস সুন্নাহ (মুফতি মনসুরুল হক)
- এবং বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
Good post
মাওলা আলীর জীবনী লিখতে পারেন