এই পোষ্টের মাধ্যমে আমরা গোসলের সুন্নত সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো
প্রত্যেকটি মুসলমানেরই প্রয়োজন গোসলের প্রতিটি সুন্নত মেনে গোসল করা। এতে যেমন ফজিলত রয়েছে তার পাশাপাশি সুন্নত মান্য করার সওয়াবো অনেক রয়েছে।
চলুন তাহলে আর দেরি না করে জেনে নেয়া যাক গোসলের সুন্নত সমূহ।
- শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া।
- আলাদাভাবে উভয় হাতের কবজি সহ ধোয়া।
- শরীরের কোন স্থানে নাপাকি থাকলে তা পরিষ্কার করে নেওয়া অথবা পরিহিত কাপড়ের কোন স্থানে নাপাকি থাকলে তা পরিষ্কার করে নেওয়া।
- নাপাকি লেগে থাকুক বা নাপাকি না লেগে থাকুক গুপ্তস্থান ভালোভাবে ধৌত করে নেওয়া, গুপ্তস্থান ধৌত করার পরে হাত ভালোভাবে ধোঁয়া।
- সম্পূর্ণ সুন্নত তরিকায় অজু করে নেওয়া ভালো যদি গোসলখানায় পানি জমে থাকে তাহলে পা পরবর্তীতে ধৌত করে নেওয়া।
- প্রথমেই মাথায় পানি ঢালা।
- ডান কাঁধে পানি ঢালা।
- বাম কাঁধে পানি ঢালা।
- তারপর অবশিষ্ট শরীর ভিজানো।
- সমস্ত শরীরে ভালোভাবে পানি পৌঁছানো ( যদি আপনি গোসলখানায় গোসল করেন তাহলে সম্পূর্ণরূপে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে পানি প্রবেশ করাবেন যেই যেই স্থানে পানি প্রবেশ করতে কষ্ট হয় ওই ওই স্থানে আর যদি আপনি কোন নালা বা পুকুরে গোসল করেন তাহলে ও সম্পূর্ণরূপে ভালোভাবে পানি পৌঁছানোর চেষ্টা করবেন)
- সমস্ত শরীর তিনবার ভালোভাবে ধৌত করা যাতে করে শরীরের প্রতিটি পশম ডিজে, তবে নদীপুকুর অথবা প্রবাহমান পানিতে গোসল করলে কিছুক্ষন ডুব দিয়ে থাকলেই তিনবারের পানি ঢালার সুন্নত আদায় হয়ে যাবে
- শরীর হাত দ্বারা ঘষা ভাজা করে ধৌত করা।
আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আমাদের সবাইকে গোসলের সম্পূর্ণ সুন্নত আদায় করার তৌফিক দান করুক (আমিন)
তথ্যসূত্র:
- কিতাবুস সুন্নাহ (মুফতি মনসুরুল হক)
- এবং বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ার জন্য
Very helpful