শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে তাহাজ্জুদের সময় নির্ধারণ করব।
তাহাজ্জত মূলত রাতের শেষ সময় অর্থাৎ আপনি যদি রাত কে তিন ভাগে ভাগ করেন তাহলে তৃতীয় অংশটি হবে তাহাজ্জুদের অংশ। আপনি যদি পুরো রাত কে তিনটি অংশে বিভক্ত করেন তাহলে শেষ অংশ অর্থাৎ তৃতীয় অংশটি হলো তাহাজ্জোতের অংশ।
একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরেন মাগরিবের সময় সাতটা বাজে শুরু হয় এবং ফজরের আজান পাঁচটা বাজে হয় তো 7 টা থেকে 5 টা পর্যন্ত মোট সময় হয় 10 ঘন্টা এখন আপনি এই 10 ঘন্টা কে তিনটি ভাগে বিভক্ত করুন। এখন ফজর আযান থেকে তিন ঘণ্টা পর্যন্ত যদি হয় তাহলে রাত্রে 2 টা থেকে তাহাজ্জোতের ওয়াক্ত শুরু হয় এবং এটা থাকবে ফজরের আজান পর্যন্ত।
আরো ভালভাবে বোঝার জন্য নিচে কিছু ছবি দেওয়া হল।


এই ভাবেই আপনি চাইলে তাহাজ্জোতের সময় বের করতে পারেন। কেননা ঋতুর পরিবর্তনের সাথে সাথে নামাজের সময় পরিবর্তন হয়।