টেক্সটাইল সেক্টর গুলো

আমরা অনেকেই টেক্সটাইল শব্দটি শুনলেই মাথায় আসে সর্বপ্রথম গার্মেন্টসের কথা। আসলে টেক্সটাইল মানেই গার্মেন্টস নয়। টেক্সটাইলের একটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো গার্মেন্টস। এই সেক্টর ছাড়াও আরও বিভিন্ন টেক্সটাইল সেক্টর রয়েছে।

নিচে টেক্সটাইল সেক্টর এর প্রত্যেকটি সেক্টরগুলোর সাথে একটি করে ভিডিও দেওয়া থাকবে।

টেক্সটাইল সেক্টরগুলো

  • নিটিং / উইভিং 

স্পিনিং

স্পেলিং সেক্টরে কাজ মূলত ফাইবার থেকে সুতা উৎপাদন করা।

স্পিনিং

নিটিং / উইভিং 

স্পিনিং থেকে সুতা উৎপন্ন হওয়ার পর তা নিটিং / উইভিং সেকশনে আসে। নিটিং / উইভিং এ মূলত সুতা থেকে ফেব্রিক বা কপড় উৎপন্ন করা হয়।

নিটিং / উইভিং 

ডাইং / ওয়েট প্রসেসিং

ডাইং বা ওয়েট প্রসেসিং হলো, কাপড় ভিজিয়ে কাপড়ের ভৌত গুণাবলী রাসায়নিক গুণাবলী পরিবর্তন করে কাপড়কে বিভিন্ন রূপে রূপান্তরিত করা।

গার্মেন্টস

গার্মেন্টসের কাজ হল তৈরিকৃত কাপড়কে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে ব্যবহারযোগ্য পোশাক তৈরি করা।

আপনার পছন্দ হতে পারে

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলাকে সাবস্ক্রাইব করুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742