সর্বপ্রথম 5G ফোন

এই পোষ্টের মাধ্যমে আমরা সর্বপ্রথম 5G ফোন কোনটি তা জানতে পারব।

সর্বপ্রথম 5G ফোন

পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন কোম্পানি কখন 5G ফোন বের করেছিল এটা কি জানা আছে আপনার?

সর্বপ্রথম 5G ফোন কে বের করবে এটা নিয়ে প্রতিযোগিতা চলছিল  2019 সালের ফেব্রুয়ারি  মাসে সর্বপ্রথম স্যামসাং কোম্পানি 5G ফোন বের করে।

স্যামসাং গ্যালাক্সি এস 10 5G এটাই ছিল দুনিয়া সর্বপ্রথম 5G ফোন। তারপর ধীরে ধীরে বিভিন্ন কোম্পানি  ফাইভ জি মোবাইল বের করে থাকে।  কিন্তু সর্বপ্রথম স্যামসাং  কোম্পানি  ফাইভ-জি ফোন বের করে। 


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742