ভিসকোস রেয়নে ব্যবহৃত কাঁচামাল

এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব ভিসকোস রেয়নে ব্যবহৃত কাঁচামাল কি কি কাঁচামাল ব্যবহার করা হয়।

ভিসকোস রেয়ন তৈরি করতে মূল কাঁচামাল হিসেবে সেলুলোজকে ব্যবহার করা হয়। কটন লিন্টাস, বাঁশের মন্ড, কাঠের মন্ড ইত্যাদি উক্ত সেলুলোজের সাথে বিভিন্ন রাসায়নিক কস্টিক সোডা, কার্বন ডাই সালফাইড,‌ সালফিউরিক এসিড বিক্রিয়া করে ভিসকোস রেয়ন তৈরি করা হয়। 

পুন: উৎপাদিত সেলুলোজ ফাইবার তৈরি করা হয়, উড (Wood), বাঁশ (Bamboo), বীজ (Seed), পাতা (Leaf), ছাল (Bast), ঘাস (Grass) কিন্তু এর মধ্যে বেশিরভাগই কাঠ দিয়ে রেয়ন তৈরি করা হয় কারণ কাঠ সব স্থানে পাওয়া যায়। 

চলুন তাহলে কাঠের উপাদান দেখে নেয়া যাক

  • সেলুলোজ :- ৫০%
  • লিগনিন :- ৩০%
  • হেমিসেলুলোজ :- ৩০%
  • পলিস্যাকারাইড :- অল্প

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলা সাথেই থাকুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742