গর্ত তাঁতের ইতিহাস ঘাটলে দেখা যায়, মোগল শাসন আমলে নরসিংদীর গ্রাম অঞ্চলে এর প্রচলন শুরু হয়। তখনকার সময়ে বাংলাদেশে বহু পরিমাণে তুলা উৎপাদিত হতো। কাঁচামাল হিসেবে তুলা কে ব্যবহার করেই তাঁত শিল্পের বিকাশ ঘটে। তখনকার সময়ে সারাদেশে ৭০ – ৮০ ভাগ বস্ত্রের চাহিদা পূরণ করত হস্তচালিত তাঁত দিয়ে। বিশেষ করে, নরসিংদী, করিমপুর, রসুলপুর, জিতরামপুর, আদিয়াবাদ ইত্যাদি অঞ্চলে গর্ত তাঁতের প্রচলনটা বেশি ছিল।
গর্ত তাঁত সাধারণত সমতল ভূমিতে চার কোণায় চারটি বাঁশ অথবা কাঠের খুঁটি পুঁতে পুরাতন আমলের তাঁতের মতন মাটিতে গর্ত করে বসানো হয়। কিন্তু এই তাঁতে ফ্রেম ফ্লাই সাটেল লুমের মতন দক্তি এবং তার দুই পার্শ্বে ২ টি সাটেল বাক্স রেখে পিকার, হ্যান্ডেল ও পিকিং ব্যান্ডের সাহায্যে এক বাক্স হতে অপর বাক্সে দ্রুত বেগে মাকু চলাচল করা যায়।
Note. মাটিতে গর্ত করে বসানো হয় বলে এই তাঁতকে পিট ফ্লাই সাটেল তাঁত বলা হয়।