এই পোস্টের মাধ্যমে আমরা টেক্সটাইল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
টেক্সটাইল ফাইবার
টেক্সটাইল ফাইবার দিয়ে সুতা তৈরি করা হয়। সুতা তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন যেমন তন্তু,আশ ইত্যাদি ব্যবহৃত হয় তাকেই টেক্সটাইল ফাইবার বলা হয়।
পরিপক্ক টেক্সটাইল ফাইবার এর মধ্যে নির্দিষ্ট কিছু গুণাবলী থাকে যেমন টুইস্ট করার জন্য দৈর্ঘ্য এবং শক্তি থাকে আরো কিছু গুণাবলী থাকে যেমন নমনীয়তা আদ্রতার ধারণক্ষমতা ইত্যাদি।
- টেক্সটাইল ফাইবার
- প্রাকৃতিক ফাইবার
প্রাকৃতিক ফাইবার
প্রাকৃতিক ফাইবার হচ্ছে, প্রকৃতিতে জন্মে – গাছ, প্রাণী, ফুল, খুনি ইত্যাদি থেকে যেই ফাইবার সংগ্রহ করা হয় তাকে প্রাকৃতিক ফাইবার বলা হয়।
কিছু প্রাকৃতিক ফাইবার – কটন, সিল্ক, উল ইত্যাদি।






কৃত্তিম ফাইবার
কৃত্তিম ফাইবার হচ্ছে মানব সৃষ্ট ফাইবার। মানব সৃষ্ট বলতে মানুষের দ্বারা সৃষ্টি ফাইবার। বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রনের পলিমারাইজেশন ঘটিয়ে ফিলামেন্ট তৈরি করা হয় তাকে কৃত্রিম ফাইবার বলা হয়।
কিছু কৃত্রিম ফাইবার – পলিয়েস্টার, নাইলন, ভিসকস ইত্যাদি।





