এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব শীত ও গরমের পোশাক এর মধ্যে পার্থক্যগুলো।
প্রত্যেক দেশেই ঋতু অনুযায়ী পোশাক তৈরি করা হয়। শীতের সময় শীতের পোশাক গরমের সময় গরমের পোশাক। আমাদের আজকের পোস্ট এই নিয়েই শীত এবং গরমের পোশাক এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা নিয়ে।
গরমের পোশাক
- সাধারণত গরমের সময় আমরা যে সমস্ত পোশাক ব্যবহার করে থাকি তাই হল গরমের পোশাক।
- গরমের পোশাক সাধারণত ঠাণ্ডাজাতীয় কাপড় দ্বারা তৈরি করা হয়।
- গরমের পোশাক এর মধ্যে আর্দ্রতা ধারণ ক্ষমতা কম থাকে।
- গরমের পোশাক সাধারণত পাতলা কাপড়ের হয়।
- টি-শার্ট, শার্ট প্যান্ট, যদি গরমের মধ্যে বেশি পড়ে।
- পাতলা কোন জাতীয় কাপড় গরমের কাপড়।
- গরমের পোশাক এর দাম সাধারণত শীতের পোশাকের তুলনায় একটু কম হয়।
- গরমের সিজনে সারাদেশে পোশাক দেশেই অ্যাভেলেবল থাকে।
গরমের পোশাক এর কিছু ছবি :-








শীতের পোশাক
- সাধারণত শীতকালে আমরা যে সমস্ত পোশাক ব্যবহার করে থাকি তাই হল শীতের পোশাক।
- শীতের পোশাক সাধারণত গরম জাতীয় কাপড় দ্বারা তৈরি করা হয়।
- শীতের পোশাকে আদ্রতা ধারণ ক্ষমতা বেশি থাকে।
- শীতের পোশাক মোটা কাপড়ের হয়।
- জ্যাকেট, হুডি ইত্যাদি জাতীয় পোশাক শীতে ব্যবহার করা হয়।
- শীতের পোশাকের মধ্যে উল বিদ্যমান থাকে।
- গরমের পোশাক এর তুলনায় শীতের পোশাকের দাম একটু বেশি হয়।
- শীতের সিজনে সারা দেশেই শীতের পোশাক অ্যাভেলেবল থাকে।
শীতের পোশাকের কিছু ছবি :-





