এই পোষ্টের মাধ্যমে আমরা ফিনিশিং এর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
যেহেতু টেক্সটাইল ফিনিশিং এর কাজ সম্পর্কে পোস্টটি করা হচ্ছে তাহলে অবশ্যই জেনে নেয়া যাক টেক্সটাইল ফিনিশিং কি?
ফিনিশিংয়ের কাজ হল একটি পণ্য কে বাজারজাত করার জন্য অথবা ক্রেতার নিকট আকর্ষণীয় করে তুলতে যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয় তাই হচ্ছে ফিনিশিং প্রক্রিয়া।
ফিনিশিং এর কাজ
- যখন কোন কাপড়কে ফিনিশিং করা হয় তখন ওই কাপড়টি মোলায়ম এবং নমনীয় হয়।
- ফিনিশিং করার ফলে ফেব্রিক উজ্জ্বল হয়।
- ফিনিশিং করলে ফেব্রিকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- ফিনিশিং করলে করলে ফেব্রিক স্মুথ বা সমান হয়।
- ফিনিশিং করলে ফেব্রিক আকর্ষণীয় দেখায়।
- ভালো ফিনিশিং করা পণ্য অন্যান্য কাপড়ের তুলনায় বাজারে বেশি চলে।
- ফিনিশিং করলে ফেব্রিক আকর্ষণীয় হয়ে ওঠে।
- ফিনিশিং করলে ফেব্রিকের যে খসখসে ভাব দূর হয়।
- ফিনিশিং করা ফেব্রিকের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
- নরমাল কোন কাপড়ের মধ্যে হেয়ারিনেস থাকে কিন্তু ফিনিশিং করা কাপড়ে হেয়ারিনেস থাকে না।
উপরোক্ত ফিনিশিং এর কাজগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয়
- স্টেনটারিং
- ক্যালেন্ডারিং
- মার্সেরাইজিং
- ওয়াটার প্রুফিং
- সানফোরাইজিং
ফায়ারপ্রফ ইত্যাদি পদ্ধতির সাহায্যে টেক্সটাইল ফিনিশিং এর কাজগুলো করা হয়।