যারা পৃথিবীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি অথবা মুসলিম ধর্ম গ্রহণ করেছি তাদের জন্য ১৬ টি সাধারণ কর্তব্য।
কর্তব্য গুলো
- দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করা।
- সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়া থাকা। (ভুলবশত কোন গুনা হইয়া গেলে তওবা করা)
- কারো উপর কোন দাবি না রাখা।
- ধন ও মালের প্রতি লোভ-লালসা ত্যাগ করা।
- কাউকে কোন প্রকার কষ্ট না দেওয়া।
- কারো শহীদ ঝগড়া বিবাদ বা অনর্থক তর্ক-বিতর্ক না করা।
- তওবা একান্ত একাকী এবং নিবিড় ভাবে করা।
- সময় নির্দিষ্ট করিয়া সব কাজ করা।
- অন্যের সাথে বড়াই না করা।
- আল্লাহর দেওয়া সকল নেয়ামতের শুকরিয়া আদায় করা।
- বিপদে-আপদে অস্থির না হয় ধৈর্য ধরা। সুখে থাকা কালিন আল্লাহর উপর খুশি হওয়া এবং শুকরিয়া আদায় করা।
- লোকেদের ভাল কাজের আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা।
- পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা।
- মিথ্যা কথা না বলা।
- পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আরো ইসলামিক পোস্ট পেতে আপনি আমাদের ইসলামিক (ক্যাটাগরি) ভিজিট করতে পারেন।