আমরা তো অনেকেই শার্ট পড়ি। কিন্তু আমরা কি জানি শার্টের অনেকগুলো অংশ রয়েছে এবং এক একটি অংশের আলাদা আলাদা নাম রয়েছে। একটি টি শার্টের বিভিন্ন অংশের নাম নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে।
এটা জানা খুবই দরকার যে, একটি টি শার্টের বিভিন্ন অংশের নাম। সবকিছুর সম্পর্কে বেসিক ধারণা থাকলে অনেক উপকার হয়।
একটি টি শার্টের বিভিন্ন অংশের নাম
নিচে একটি টি শার্টের বিভিন্ন অংশের নাম দেওয়া হল:-
- ইয়োক
- আর্মহোল
- স্লিভ
- আপার ফ্রন্ট
- পকেট ফ্ল্যাপ
- টপ সেন্টার
- লেয়ার ফ্রন্ট
- কাফ
- প্লাকেট
- আপার ফ্রন্ট ফেসিং
- লেয়ার ফ্রন্ট ফেসিং
- বডি ব্যাক
চিত্রটির মাধ্যমে শার্টের বিভিন্ন অংশ চিহ্নিত করা হলো