এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারব ফুটবল ও ক্রিকেট খেলা জায়েজ কিনা?
আমরা যারা ফুটবল এবং ক্রিকেট খেলি তাদের মনে প্রশ্ন জাগে যে ফুটবল ও ক্রিকেট খেলা কি জায়েজ?
এই খেলা যদি শরীরের ব্যায়ামের উদ্দেশ্যে খেলা হয় তাহলে জায়েজ। যদি সতর খোলা না হয়, অতিরিক্ত সময়ে বা টাকা পয়সা নষ্ট না হয়, নামাজ তথা জরুরী কাজ কর্ম নষ্ট না হয়, খেলাতে টাকা-পয়সার হারজিত শর্ত থাকলে তা নিষিদ্ধ হয়ে যাবে।
আবার, উল্লেখ যে, যদি শুধু এক দিক থেকে পুরস্কার নির্ধারণ করা হয় যেমন, কোন খেলোয়ার জিতলে তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু এতে কোন চাঁদা নেওয়া হয় নাই তাহলে কোন দোষ নেই।
ক্রিকেট খেলা জায়েজ নয় কারণ, এই খেলার মধ্যে শারীরিক ক্ষতি বা অঙ্গহানির আশঙ্কা বিদ্যমান রয়েছে।
আহকামে জিন্দেগী বইটি কিনতে ক্লিক করুন।
Source :-
আহকামে জিন্দেগী।