হজ্জের প্রকার
হজ্জ তিন প্রকার
- ইফরাদ।
- কিরান।
- তামাত্তু।
ইফরাদ
মীকাত থেকে কেবলমাত্র হজ্জের ইহরাম বেঁধে হজ্জ করাকে ‘ইফরাদ’ বলা হয়।
কিরান
মীকাত থেকে ইহরাম বেঁধে ওই একই ইহরামের উমরাহ ও হজ্জ করাকে ‘কিরান’ বলে।
তামাত্তু
হজ্জের সফরে মীকাত থেকে উমরার ইহরাম বেঁধে এবং উমরার কাজ সমাধা করার পর পুনরায় সে সফরেই ৮ই যিলহজ্জ মক্কা থেকে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ করাকে ‘তামাত্তু’ বলা হয়।