এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারব, কত জিএসএম ফেব্রিক এর মধ্যে কত সাইজের নিডেল ব্যবহার করা যাবে।
গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে ফেব্রিকের জিএসএম (GSM) অনুযায়ী নিডেল/সুচ ব্যবহার করা হয়। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফেব্রিকের জিএসএম যত বেশি হবে ফেব্রিক কত মোটা হবে যদি মোটা ফেব্রিকে চিকন নিডেল/সই দিয়ে সুইং করা হয় তাহলে সেলাইয়ের ত্রুটি এবং নিডেল ব্রকেন এর মত বড় সমস্যা দেখা দিতে পারে। আবার কম জিএসএম (GSM) মানে চিকন ফেব্রিকে মোটা সুই ব্যবহার করে সুইং করা হলে সেলাইয়ের গুণগত মান নষ্ট হবে। তাই ফেব্রিকের জিএসএম অনুযায়ী নিডেলের সাইজ বাছাই করা হয়।
গার্মেন্টস ফ্যাক্টরিতে জিএসএম (GSM) অনুযায়ী নিডেল ব্যবহারের প্রতি খুব সতর্ক হতে হয়। কারণ এ বিষয়ে সতর্ক না হলে দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।
জিএসএম (GSM) অনুযায়ী নিডেলের সাইজ
জিএসএম | নিডেল সাইজ |
১৪০/১৫০ | ৭ |
১৬০/১৭০ | ৮ |
১৭০/২০০ | ৯ |
২০০/২২০ | ১০ |
২২০/২৪০ | ১১ |
Note :- নিডেলের সাইজ যত কম হবে নিডেল তত সূক্ষ্ম হবে। সাইজ বেশি হলে নিডেল মোটা হবে।
সতর্কতা :- যারা গার্মেন্টসে কাজ করেন, আপনারা অবশ্যই (পিপিই) পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে কাজ করবেন।