এই পোষ্টের মাধ্যমে আমরা এই ইয়ার্ন ওয়েট প্রসেসের ফ্লোচার্ট সম্পর্কে ধারণা পাব।
ইয়ার্ন ওয়েট প্রসেসের ফ্লোচার্ট
↓
↓
↓
↓
হট ওয়াশ
↓
↓
↓
↓
হাইড্রো মেশিন
↓
↓
হার্ড ওয়াইন্ডিং
↓
সুইং থ্রেড সেকশন
ইয়ার্ন ওয়েট প্রসেসিং এর শেষ ধাপ হল সুইং থ্রেড সেকশন। সুইং থ্রেড সেকশন থেকে এই ইয়ার্ন গুলো টেক্সটাইলের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
প্রসেসগুলো সম্পর্কে বিস্তারিত
ইয়ার্ন (কোন)
স্পিনিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে ইয়ার্ন কে কোন (corn) অথবা ইয়ার্ন প্যাকেজে জরানো হয়। এই ইয়ার্ন সাধারণত পেপার কোনে (corn) থাকে।
সফট ওয়াইন্ডিং
পেপার কোন (Paper corn) এ জড়ানো ইয়ার্ন গুলোকে ডাইং করার উদ্দেশ্যে perforated plastic corn / Still corn এ ট্রানস্ফার করাই হচ্ছে Soft Winding.
স্কাওয়ারিং
স্কাওয়ারিং হচ্ছে ওয়েট প্রসেসিং এর একটি ধাপ। স্কাওয়ারিং দ্বারা টেক্সটাইল দ্রব্যে থাকা অপদ্রব্য গুলো দূর করা হয়।
ব্লিচিং
ব্লিচিং ওয়েট প্রসেসিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সাহায্যে টেক্সটাইল দ্রব্য থেকে প্রাকৃতিক রং দূর করা হয়।
উদাহরণ :- যদি ইয়ার্ন গ্রে কালারের থাকে তাহলে তাকে সম্পূর্ণ ধবধবে সাদা করার জন্য ব্লিচিং প্রক্রিয়ার দরকার।
হট ওয়াশ
হট ওয়াশ হচ্ছে এক ধরনের ওয়াশ এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্লিচিং করার পর ইয়ার্নে যেই কেমিক্যাল লেগে থাকে তা পরিষ্কার করার জন্য।
ইয়ার্ন ডাইং
ডাইং মানে হলো রং করা। বিভিন্ন রকম রং এবং কেমিক্যাল এর সাহায্যে প্রসেস চালিয়ে টেক্সটাইল দ্রব্যকে রং করাই হল ডাইং।
ওয়াশিং
ওয়াশিং অর্থ হল ধৌত করা। ডাইং এর কাজ সম্পূর্ণরূপে শেষ হলে ওয়াশিং করা হয়, যাতে করে টেক্সটাইল দ্রব্যে ডাইং এবং কেমিক্যাল এর কোন পদার্থ লেগে না থাকে। [ যা পরবর্তীতে টেক্সটাইল দ্রব্যের জন্য ক্ষতিকর কারণ হতে পারে ]
ফিনিশিং
ফিনিশিং এর অনেক উদ্দেশ্য, বিশেষ করে ফিনিশিং প্রক্রিয়ার ফলে টেক্সটাইল দ্রব্যের উজ্জলতা বৃদ্ধি পায় এবং ব্যবহার উপযোগী হয়।
ফিনিশিং নিয়ে আমাদের ওয়েবসাইটে পোস্ট রয়েছে দেখতে :- ক্লিক করুন।
হাইড্রো মেশিন
ডাইং করার পর ইয়ার্নকে আংশিকভাবে শুকানোর জন্য হাইড্রো মেশিন ব্যবহার করা হয়।
ড্রইং
ইয়ার্ন কে হাইড্রো মেশিন দ্বারা আংশিকভাবে শুকানোর পর ডায়ার মেশিন দিয়ে সম্পূর্ণরূপে শুকানো হয়। ডায়ার মেশিন দিয়ে শুকানোকেই ড্রইং বলা হয়।
হার্ড ওয়াইন্ডিং
ইয়ার্নকে ডাইং করার জন্য সফট ওয়াইন্ডিং ( ইয়ার্ন কে পেপার কোন থেকে স্টিল কোনে ট্রান্সফার) করা হয়েছিল। হার্ড ওয়াইন্ডিং হলো, স্টিল কোন থেকে হার্ড পেপার/প্লাস্টিক কোনে ট্রান্সফার করা।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ