তাকওয়া অর্জনের সুস্পষ্ট দিকনির্দেশনা মহান আল্লাহ বলে দিয়েছেন, আর তা হলো আল্লাহর ইবাদাত। ইবাদতের ফসলই হলো তাকওয়া।
আল্লাহ নির্দেশ প্রদান করেছেন
হেমানুষ! তোমরা তোমাদের রবের (প্রতিপালকের) ইবাদাত করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিলো তাদের (সবাইকে) সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। (সূরা বাকারা,আয়াত-২১)
সমীপান্তে এই কথায় উপনীত হওয়া যায় যে, তাকওয়া অবলম্বনেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব।
আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে চলার তৌফিক দান করুন। (আমীন)