আমরা জানি, সুতার কাউন্ট বের করার পদ্ধতি দুইটি।
- পরোক্ষ পদ্ধতি
- প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতিতে সুতার কাউন্ট বের করার সূত্র
স্যাম্পল সুতার দৈর্ঘ্য × ওজনের একক ÷ স্যাম্পল সুতার ওজন × দৈর্ঘ্যের একক [ সূত্র ]
পরোক্ষ পদ্ধতির কাউন্ট গুলো
- ইংলিশ কটন কাউন্ট
- মেট্রিক কাউন্ট
- কন্টিনেন্টাল কাউন্ট
- উরস্টেড কাউন্ট
ইংলিশ কটন কাউন্ট
ইংলিশ কটন কাউন্ট কে (Ne) দিয়ে প্রকাশ করা হয়।
ইংলিশ কটন কাউন্ট (Ne) = ১০০০ ÷ ১২০ গজ সুতার ওজন (গ্রেইনে) [ সূত্র ]
মেট্রিক কাউন্ট
মেট্রিক কাউন্ট কে (Nm) দিয়ে প্রকাশ করা হয়।
মেট্রিক কটন কাউন্ট (Nm) = সিম্পল সুতার দৈর্ঘ্য (মিটারে) × ১ কেজি ÷ স্যাম্পল সুতার ওজন (কেজিতে) × ১০০০ মিটার [ সূত্র ]
কন্টিনেন্টাল কাউন্ট
কন্টিনেন্টাল কাউন্ট কে (Nf) দিয়ে প্রকাশ করা হয়।
কন্টিনেন্টাল কাউন্ট (Nf) = স্যাম্পল দৈর্ঘ্য (মিটারে) × ০.৫ কেজি ÷ স্যাম্পল ওজন (কেজিতে) × ১০০০ মিটার [ সূত্র ]
উরস্টেড কাউন্ট
উরস্টেড কাউন্ট কে (Nw) দিয়ে প্রকাশ করা হয়
উরস্টেড কাউন্ট (Nw) = স্যাম্পল দৈর্ঘ্য (গজে) × ১ পাউন্ড ÷ স্যাম্পল ওজন (পাউন্ডে) × ৫৬০ গজ [ সূত্র ]

প্রত্যক্ষ পদ্ধতি
প্রত্যক্ষ পদ্ধতিতে সুতার কাউন্ট বের করার সূত্র
স্যাম্পল সুতার ওজন × দৈর্ঘ্যের একক ÷ স্যাম্পল সুতার দৈর্ঘ্য × ওজনের একক [ সূত্র ]
প্রত্যক্ষ পদ্ধতির কাউন্টগুলো
- টেক্স কাউন্ট
- ডেনিয়ার কাউন্ট
- জুট কাউন্ট
টেক্স কাউন্ট
টেক্স কাউন্ট কে (t) দিয়ে প্রকাশ করা হয়।
টেক্সট কাউন্ট (t) = স্যাম্পল সুতার ওজন (গ্রামে) × ১০০০ মিটার ÷ স্যাম্পল সুতার দৈর্ঘ্য (মিটার) × ১ গ্রাম [ সূত্র ]
ডেনিয়ার কাউন্ট
ডেনিয়ার কাউন্ট কে (d) দিয়ে প্রকাশ করা হয়।
ডেনিয়ার কাউন্ট (d) = স্যাম্পল ওজন (গ্রামে) × ৯০০০ মিটার ÷ স্যাম্পল দৈর্ঘ্য (মিটারে) × ১ গ্রাম [ সূত্র ]
জুট কাউন্ট
জুট কাউন্ট কে (L) দিয়ে প্রকাশ করা হয়।
জুট কাউন্ট (L) = স্যাম্পল ওজন (পাউন্ডে) × ১৪৪০০ গজ ÷ স্যাম্পল দৈর্ঘ্য (গজে) × ১ পাউন্ড
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন টুইস্ট সম্পর্কে জানতে – ক্লিক করুন।
অল ওভার প্রিন্টিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।
কটন ফাইবার নিয়ে বিস্তারিত জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডায়ার মেশিনের কাজ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
Very nice
ধন্যবাদ আপনাকে।