শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
পৃথিবীর মাঝে যেমন ঘরবাড়ি বা অট্টালিকা সমূহ বিভিন্ন খুঁটির মাধ্যমে বিদ্যমান আছে, তেমনি পবিত্র ইসলাম ধর্মেও ৫ টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আর এই ৫টি রোকনের কোন একটিকে বাদ দিলে ইসলাম ধর্মের পরিপূর্ণতা আশা করা সম্ভব নয়। কোন ব্যক্তি যদি ৫টি বৃত্তির মাঝহতে যেকোনো একটিকে তার বাস্তব জীবনে প্রতিফলন না ঘটিয়ে নিজেকে পরিপূর্ণ মুসলমান বলে দাবি করে তাহলে সেটা হবে তার জন্য অজ্ঞতা, বোকামি ও মূর্খতা।
আমাদের ইসলামের এই মূল স্তম্ভগুলোর সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) হতে হাদিস রয়েছে যে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন যে, ইসলাম ধর্মের বুনিয়াদ ৫টি ভিক্তির উপর প্রতিষ্ঠিত।
পাঁচটি ভিত্তি হলো
- কালেমা :লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহর সাক্ষ্য প্রদান করা।
- নামাজ কায়েম করা।
- রোজা রাখা।
- হজ পালন করা
- যাকাত দান করা।
আমরা সবাই এই ৫ টি বুনিয়াদ মেনে চলার চেষ্টা করব। (ইনশাআল্লাহ)