শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
ভ্যাট ডাইং এ ব্যবহৃত কেমিক্যালগুলো
- ডিসপাসিং এজেন্ট
- লেভেলিং এজেন্ট
- অক্সিডাইজিং এজেন্ট
- সোডিয়াম হাইড্রোসালফাইট
- সোডিয়াম হাইড্রোক্সাইড
- ডিটারজেন্ট
- লবণ
ডিসপাসিং এজেন্ট
দিস্কাসিং এজেন্ট সাধারনত পানির পৃষ্ঠটান কমিয়ে দেয়। পানির পৃষ্ঠটান কমিয়ে দেওয়ার ফলে ডাইং সুষম হয়।
লেভেলিং এজেন্ট
লভেলি গেজেট খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেভেলে গেজেট ব্যবহার করার ফলে কাপড়ের সমস্ত স্থানের সমানভাবে রং যুক্ত হয়।
অক্সিডাইজিং এজেন্ট
অক্সিডাইজিং এজেন্ট কাপড়ের রং স্থায়ী করতে সাহায্য করে।
সোডিয়াম হাইড্রোসালফাইট
সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণত হাইড্রোজ নামে পরিচিত। এটি পানির সাথে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন H উৎপন্ন করে। জায়মান হাইড্রোজেন ভ্যাট ডাই এর কার্বনিল মূলক এর সাথে বিক্রিয়া করে লিউকো ভ্যাট উৎপন্ন করে।
সোডিয়াম হাইড্রোক্সাইড
সোডিয়াম হাইড্রোক্সাইড ডাই দ্রবণীয় করার কাজে ব্যবহৃত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড লিউকো ভ্যাটের সহিত বিক্রিয়া করে লিউকো ভ্যাটের সোডিয়াম লবণ উৎপন্ন করে। লবণ উৎপন্ন করার ফলে ডাই দ্রবণীয় হয়।
ডিটারজেন্ট
ডিটারজেন্ট দ্বারা কাপড় বা ফাইবার এর মধ্যে লেগে থাকা আলগা রং কে দূর করা হয়।
লবণ
ফাইবার এর মধ্যে এক ধরনের নেগেটিভ চার্জ থাকে লবণ তাকে প্রশমিত করে ফাইবার প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করে।