এই পোষ্টের মাধ্যমে আমরা গার্মেন্টস প্যাকিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাব।
প্যাকিং লিস্ট কি?
গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো প্যাকিং। প্যাকিং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হবার পর ফিনিশিং সেকশন এ এসে করা হয়। প্যাকিং বক্সের মধ্যে একটি অর্ডার এর গুরুত্বপূর্ণ ডিটেলস উল্লেখ থাকে।

যেমন,
- সাপ্লায়ার অ্যাড্রেস (Supplier Address)
- বায়ার অ্যাড্রেস (Buyer Address)
- স্টাইল নাম্বার (Style No.)
- পিও নাম্বর (Po No.)
- স্টাইল নেম Style Name)
- কার্টুন নাম্বার Carton No.)
- কার্টুন কনটেটি (CTN. QTY.)
- কালার (Color)
- সাইজ (Size)
- কার্টুনের ওয়েট (Carton Wt.)
- টোটাল কোয়ান্টিটি (Total Qty.)
- শিপ কোয়ান্টিটি (Ship Qty.)
- এক্সেস (Excess)
- এক্সেস পার্সেন্টেজ (Excess Parsent)
- টোটাল কার্টুন (Total Carton)
- টোটাল সিবিএম (Total CBM)।

ইত্যাদি প্যাকেট সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া থকে। যাতে করে বায়ার প্যাকিং দেখেই বুঝতে পারে তার দেওয়া স্যাম্পল এর সাথে প্রোডাক্ট এর মিল কিরকম। এই সম্পূর্ণ প্যাকিং লিস্ট একজন মার্চেন্ডাইজার করে থাকেন।
প্রথমে ফিনিশিং সেকশন এর সুবিধার জন্য একটি ডামী প্যাকিং লিস্ট দিয়ে থাকে। ফিনিশিং কমপ্লিট করার পর সম্পূর্ণ ফিনিশিং ইনফরমেশন নিয়ে একটি ফাইনাল প্যাকিং লিস্ট তৈরি করা হয়।
কার্টুন প্যাকিং এর প্রকারভেদ

- সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size)
- সলিড কালার এসরটেড সাইজ (Solid color Assorted Size)
- এসরটেড কালার সলিড সাইজ (Assorted color Solid size)
- এসরটেড কালার এসরটেড সাইন্স (Assorted color Assorted Size)
সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size)
অর্থাৎ, কার্টুনের যে নির্দিষ্ট পোশাকগুলো প্যাকিং হবে সেগুলো সেম কালার এবং সেম সাইজ হবে।
সলিড কালার এসরটেড সাইজ (Solid color Assorted Size)
অর্থাৎ, কার্টুনে সেম কালার পোশাক থাকবে কিন্তু সাইজ ভিন্ন হবে।
এসরটেড কালার সলিড সাইজ (Assorted color Solid size)
অর্থাৎ, কার্টুনে বিভিন্ন কালার পোশাক থাকবে কিন্তু সাইজ সেম হবে।
এসরটেড কালার এসরটেড সাইন্স (Assorted color Assorted Size)
অর্থাৎ, কার্টুনের ভিতরে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পোশাক থাকবে।
প্রয়োজনীয় কিছু লিংক।
গার্মেন্টস প্রোডাক্টের কোয়ালিটি চেনার উপায় সম্পর্কে জানতে – ক্লিক করুন।
পকেট স্যাম্পল কি জানতে – ক্লিক করুন।
গার্মেন্টস ডিফেক্ট সম্পর্কে জানতে – ক্লিক করুন।
মার্চেন্ডাইজিং কি গার্মেন্টস এবং মার্চেন্ডাইজিং কিভাবে করা হয় জানতে – ক্লিক করুন।
Good post
কেউ যদি প্যাকিং লিস্ট করা জানেন তাহলে প্লিজ কল দিন 01721991927
Ami all buyer dummy and final packinglist kortaypari.01767877278
ধন্যবাদ আপনাকে।