কিয়াম অর্থ দাঁড়ানো। যেহেতু দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ।
ফরয এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ফরয। সুন্নত এবং নফল নামাজে দাঁড়ানো ফরয নয় কিন্তু সুন্নত বা নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। আবার ফজরের আগে দুই রাকাত সুন্নত এবং তারাবীহের নামাজ বসে না পড়াই উত্তম।
নামাজে দাঁড়াবার সময় দুই পা কিবলামুখী করে দাঁড়াইতে হবে। দুই পায়ের মাঝখানে এক বিঘত পরিমাণ ফাঁকা রাখতে হবে। মহিলারা দুই পা একসাথে মিলিয়ে দাঁড়াবে যেন দুই পায়ের মাঝখানে কোন ফাঁক না থাকে।
আরো ভালো ভালো ইসলামিক তথ্য পেতে আমাদের ইসলামিক ক্যাটাগরি ভিজিট করুন।
মরনের আগে ও পরে
রচনায় : ইমাম গাযযালী (রহ:)
সম্পাদনা : হযরত মাওলানা হাবিবুর রহমান