কবর মানুষকে প্রতিদিন ৭ বার করে ডেকে এই কথা বলে যে, হে কবরের পথিক একটু দাড়াও প্রশ্নগুলো শুনে উত্তর দিয়ে যাও।
- আমি সঙ্গীর সাথে হীন গৃহ :- আমার কাছে আসার আগে কোরআন তেলোয়াত দ্বারা এই নির্জনতার সাথী তৈরি করে এসো।
- আমি অন্ধকারের কুটির :- তাহাজ্জুদ এর নামাজ দ্বারা আমাকে আলোকিত করার বেবস্থা করে এসো।
- আমি কঠিন মাটির ঘর :- নেক আমল দ্বারা নরম বিছানা বানায় নিয়া এসো ।
- আমি সাপ বিচ্ছুর আবাস্থল :- দান খয়রাতের বিচ পাথর সঙ্গে আনিও।
- আমি বড় সংকীর্ণ স্থান :- নেক আমল দ্বারা আমাকে প্রসস্থ করার ব্যবস্থা কর।
- আমি মুনকার নাকিরের প্রশ্নের স্থান :- উত্তর তৈরি করে এসো।
মানুষের ইন্তেকাল ও হস্তান্তর চিত্র

- আখিরাতের ১ দিন = দুনিয়ার ১ হাজার বছর।
- হাশরের ১ দিন = দুনিয়ার ৫০ হাজার বছর।
- পুলসিরাত = দুনিয়ার ৩০ হাজার বছর।
- সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তাকে এই দুনিয়ার মত ১০ দুনিয়ার সমান একটি জান্নাত দান করা হবে।
Note. হে কবরের পথিক তুমি কি মৃত্যু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে?
যদি নাই বা পারো তাহলে কেন, দুনিয়ার মায়ার পিছনে এত সময় বের করছো?