- অজু
- তায়াম্মুম
- নামাজের পাঁচ ওয়াক্ত
- নামাজের (আহ্কামে) ভিতরে ৬ ফরজ
- নামাজের (আরকানে) বাহিরে ৭ ফরজ
- ইসলামের মূল ভিত্তি
- ঈমানের ৭ ফরজ
ওযুতে ৪ ফরজ
- সমস্ত মুখমন্ডল ধৌত করা
- কনুই পর্যন্ত ধৌত করা
- মাথা মাসেহ করা
- দুই পা গিরা পর্যন্ত ধৌত করা।
তায়াম্মুমের ৩ ফরজ
- নিয়ত করা
- মুখ মাসেহ করা
- দুই হাতের কনুই পর্যন্ত মাছেহ করা।
নামাজের পাঁচ ওয়াক্ত
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
নামাজের (আরকানে) বাহিরে ৭ ফরজ
- শরীর পাক
- কাপড় পাক
- নামাজের জায়গা পাক
- সতর ডাকা
- কেবলামুখী হওয়া
- নামাজের ওয়াক্ত চেনা
- নিয়্যাত করা
নামাজের (আহ্কামে) ভিতরে ৬ ফরজ
- তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা
- দাঁড়াইয়া নামাজ পড়া
- নামাজে কেরাত পড়া
- রুকু করা
- সিজদা করা
- শেষ বৈঠক
দিনেও রাত্রিতে মোট ১৭ রাকাত ফরজ
- ফজরের দুই রাকাত
- জোহরের চার রাকাত
- আসরের চার রাকাত
- মাগরিবের তিন রাকাত
- এশার চার রাকাত
ইসলামের মূল ভিত্তি পাঁচটি
ঈমানের সাত ফরজ।
- আল্লাহর প্রতি বিশ্বাস করা।
- ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা।
- আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা।
- পয়গম্বর এর উপর বিশ্বাস করা।
- তাকদীরের উপর বিশ্বাস করা।
- কেয়ামতের উপর বিশ্বাস করা।
- মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করা।