ফাইবারের শক্তি (power of Fiber)
সাধারণত ফাইবারের শক্তি বলতে ফাইবার কতটুকু টান সহ্য করতে পারে তাকে বুঝায়।
ফাইবারের শক্তির সাথেই সুতা এবং কাপড়ের শক্তি নির্ভরশীল। যদি ফাইবারের শক্তি কম হয়ে থাকে তাহলে খুব স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে, ওই ফাইবার থেকে তৈরিকৃত সুতার শক্তিও কম হবে আর এই সুতা থেকে তৈরিকৃত কাপড়ের শক্তি ও কম হবে। বিপরীত দিকে, ফাইবার যত শক্তিশালী হবে সুতা এবং কাপড় তত শক্তিশালী হবে।
একটা সুতা তৈরি করার জন্য যে ফাইবার ব্যবহার করতে হবে, ওই প্রত্যেকটি ফাইবারের আলাদা আলাদা নির্দিষ্ট শক্তি থাকা প্রয়োজন। আর এইগুলো দেখানো হয় টেনসাইল স্ট্রেংথ দিয়ে যা পরিমাপ করা হয় পাউন্ড/বর্গ ইঞ্চি দ্বারা। ফাইবারের শক্তিকে টেনাসিটি দ্বারাও প্রকাশ করা হয়।
প্রাকৃতিক এবং কৃত্তিম আঁশের মধ্যে যার শুকনো অবস্থায় বেশি শক্তি পায়, কিন্তু তাকে ভিজালে তার শক্তি কমে যায়। আবার এমনও কিছু আঁশ রয়েছে যারা শুকনো অবস্থায় কম শক্তি পায় কিন্তু ভিজা অবস্থায় আঁশের শক্তি বেড়ে যায়। এগুলো ছাড়াও কিছু আঁশ রয়েছে যারা ভিজা অবস্থা এবং শুকনো অবস্থায় তাদের শক্তি অপরিবর্তনীয় থাকে।
চলুন দেখে নেয়া যাক, কিছু ফাইবারের শক্তি ভিজা অবস্থায় এবং শুকনো অবস্থায় কতটুকু পার্থক্য থাকে
ফাইবারের নাম | শুকনো অবস্থায় (শক্তি) | ভিজা অবস্থায় (শক্তি) |
রেমি (Ramie) | ৬.৭ | ৮.৭ |
ফ্লাক্স (Flax) | ৬.৬ | ৮.৪ |
গ্লাস (Glass) | ৬.৪ | ৫.৮ |
নাইলন (Nylon) | ৫.৮ | ৫.৪ |
ডেক্রন (Dacron) | ৪.৮ | ৪.৮ |
সিল্ক (Silk) | ৪.৫ | ৩.৯ |
অরলন (Orlo) | ৪.৫ | ৪.৪ |
কটন (Cotton) | ৩.৮ | ৪.৮ |
অ্যাকরিল্যান (Acrylan) | ২.৫ | ২.০ |
ভিসকস (Viscose) | ২.০ | ১.০ |
কিউপ্রামোনিয়াম (Cupramonium) | ২.০ | ১.০ |
এসিটেট (Acetate) | ১.৫ | ০.৮ |
উল (Wool) | ১.৩ | ০.৮ |
পাট (Jute) | ৫.০ | ৮.০ |
একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, উপরে বলেছিলাম যে ফাইবারের শক্তি শুষ্ক অবস্থায় একরকম থাকে, আবার ভিজা অবস্থায় অন্য রকম থাকে অর্থাৎ কিছু কিছু ফাইবারের শক্তি পরিবর্তনশীল। উপরের তালিকাটি লক্ষ করলে দেখা যায়, ফাইবার এর মধ্যে সবথেকে শক্তিশালী ফাইবার হচ্ছে, রেমি (Ramie)। তারপরে শক্তির দিক থেকে দেখতে গেলে ফ্লাক্স (Flax) ফাইবার।
এখন দেখা যাচ্ছে রেমি ফাইবারের শক্তি শুষ্ক অবস্থার থেকে ভিজা অবস্থায় বেশি থাকে। যেমন সুস্থ অবস্থায় শক্তি ৬.৭ আর ভিজা অবস্থায় শক্তি ৮.৭। এভাবে নিজে নিজেই প্রত্যেকটি ফাইবারের শক্তি ভালোভাবে লক্ষ্য করুন। তাহলে আপনি ফাইবারের শক্তি সম্পর্কে বুঝতে পারবেন।
আশা করি আপনি ফাইবারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছেন।
পোস্টটি পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন
আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিব।
অনেক সুন্দর উপস্থাপনা,পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
আমাদের সাথেই থাকুন।