মানুষের স্বভাব ধর্ম হল যে, কোন উপদেশদাতার একবার উপদেশ দেয়া দ্বারা মানুষের হৃদয়ে কোন ক্রিয়া করে না। যেমন কোন লৌহ খণ্ডের উপর জং পড়লে কামারের হাতিয়ার দ্বারা একবার আঘাত করলে পরিষ্কার হয় না বারবার আঘাত করা লাগে।
তেমনি মানুষের অন্তরের অভ্যন্তরীণ জং দূর করার জন্য একবার সূরা পাঠ করলে হবে না। তাই সূরা ফাতেহা কে বারবার পড়ার হুকুম দেয়া হয়েছে। যাতে মানুষের অন্তরের জং দূর হয়ে যায়।
আরো ভালো ভালো ইসলামিক তথ্য পেতে আমাদের ইসলামিক ক্যাটাগরি ভিজিট করুন।
মরনের আগে ও পরে
রচনায় : ইমাম গাযযালী (রহ:)
সম্পাদনা : হযরত মাওলানা হাবিবুর রহমান