হজ্জ শব্দের আভিধানিক অর্থ সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে হজ্জের জন্য নির্ধারিত তারিখ অর্থাৎ জিলহজ্জ মাসের আট তারিখ থেকে তের তারিখ পর্যন্ত কাবাঘর সহ সংশ্লিষ্ট স্থানসমূহে শরীয়ত নির্ধারিত কাজসমূহ সম্পাদন করাকে হজ্জ বলা হয়।
হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। যেসকল প্রাপ্ত বয়স্ক মুসলিম নর-নারীর হজ্জে যাওয়ার মতো শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে। তাদের উপর কেবল জীবনে একবার হজ্জ আদায় করা ফরজ।
মহান আল্লাহ তায়ালা বলেন – ” মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার অবশ্য কর্তব্য।