এই পোষ্টের মাধ্যমে আমরা টেক্সটাইল ফিনিশিং বলতে কী বোঝায় তা সম্পর্কে ধারণা পাব।
আমরা যারা টেক্সটাইল সেক্টরের জব বা পড়াশোনা করি তারা টেক্সটাইল ফিনিশিং সম্পর্কে কমবেশি জানি।
টেক্সটাইল ফিনিশিং অর্থাৎ, টেক্সটাইল পণ্যদ্রব্য বাজারজাত উপযোগী করে তোলার জন্য বা ক্রেতার নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য যে প্রক্রিয়াগুলো গ্রহণ করা হয় তাই হলো টেক্সটাইল ফিনিশিং প্রক্রিয়া।
ফিনিশিং করার ফলে ফেব্রিক মোলায়ম, নমনীয়, উজ্জ্বল, ভাজহীন ইত্যাদি পরিবর্তন আসে যার ফলে ক্রেতা খুব সহজেই তার পছন্দমতো টেক্সটাইল পণ্য পেয়ে থাকে।
ফিনিশিং করার ফলে ফেব্রিকে যা পরিবর্তন হয়।
- ফেব্রিক মোলায়ম, নমনীয় হয়।
- ফেব্রিক উজ্জ্বল হয়।
- ফেব্রিকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- ফেব্রিক সমান হয়।
- বেবিকে কোন ক্রিজ মার্ক থাকলে তা দূর হয়।
- ফেব্রিক আকর্ষণীয় হয়ে ওঠে।
- যদি থেকে খসখসে ভাব ও হেয়ারিনেস থাকে তা দূর হয়।
- ফেব্রিকের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ফিনিশিং প্রক্রিয়াগুলো
- স্টেনটারিং
- ক্যালেন্ডারিং
- মার্সেরাইজিং
- সানফোরাইজিং
- ওয়াটার প্রুফিং
- ফায়ার প্রফিং ইত্যাদি প্রক্রিয়াগুলো ধারা টেক্সটাইল ফিনিশিং এর কাজ সম্পন্ন করা যায়।
প্রয়োজনীয় কিছু লিংক।
গার্মেন্টস প্রোডাক্টের কোয়ালিটি চেনার উপায় জানতে – ক্লিক করুন।
পকেট স্যাম্পল কি জানতে – ক্লিক করুন।
পকেট স্যাম্পল কি সম্পর্কে জানতে – ক্লিক করুন।
DHU কী ? DHU এর পরিমাপ কিভাবে করতে হয় জানতে – ক্লিক করুন।