এই পোষ্টটির মাধ্যমে আমরা ট্রাশ ও নেপস সম্পর্কে ধারণা লাভ করব।
ট্রাশ কি
তুলা/কটনের মাঝে কদম ছাড়া ও অপ্রয়োজনীয় অনেক দ্রব্য থাকে। যেমন: ধুলাবালি, ময়লা, মরা পাতা, ভাঙ্গা বীজের টুকরা ইত্যাদি কে ট্রাশ বলা হয়।
গরমের মধ্যে ১ থেকে ১৫ শতাংশ ট্রাশ থাকে।
ট্রাশের শ্রেণীবিভাগ
ট্রাশ কে দুই ভাগে ভাগ করা যায়
- দৃশ্যমান ট্রাশ
- অদৃশ্যমান ট্রাশ
দৃশ্যমান ট্রাশ
কটনের মাঝে থাকা যে সমস্ত ট্রাশ দেখা যায় তাকে দৃশ্যমান ট্রাশ বলা হয়।
অদৃশ্যমান ট্রাশ
কটনের মাঝে থাকার যে সমস্ত ট্রাশ খালি চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান ট্রাশ বলা হয়।
নেপস
তুলা আঁশ একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জট আকারে শক্ত দ্বারা সৃষ্টি হয় তাকেই নেপস বলা হয়।
জিনিং এর ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে ক্লিক করুন।
নেপস শ্রেণীবিভাগ
নেপস সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়
- প্রসেস নেপস
- মিক্সড নেপস
- অপরিপক্ক নেপস
- হোমোজিনিয়াস ডেড নেপস
- ফাজ নেপস
প্রসেস নেপস
ত্রুটিপূর্ণ কার্ডিং মেশিনের জন্য এই প্রসেস নেপস সৃষ্টি হয়।
মিক্সড নেপস
ফাইবারের আশেপাশে বিভিন্ন অপদ্রব্য যেমন: পাথরের কুচি, বালুকণা ইত্যাদি জমাট বেঁধে মিক্সড নেপস সৃষ্টি হয়।
অপরিপক্ক নেপস
অপরিপক্ক ফাইবার প্রসেস করার ফলে এই অপরিপক্ক নেপস সৃষ্টি হয়।
হোমোজিনিয়াস ডেড নেপস
ফাইবার জমাট বেঁধে গুটির মত হবার কারণে এই হোমোজিনিয়াস ডেড নেপস হয়।
ফাজ নেপস
খুবই ক্ষুদ্র ফাইবারের দানাদার গুটির কারণে ফাজ নেপস হয়।
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন টুইস্ট | Yarn Twist সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ও থ্রেড এর পার্থক্য জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
কাউন্ট নিয়ে যত কথা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।