নামাজে রুকু করার ফজিলত

যখন নামাজী ব্যক্তি রুকুতে যায় তখন তার নিজের ওজন সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পায়। নামাজি ব্যক্তি যখন রুকুতে গিয়ে “সুবহানা রাব্বিয়াল আজীম” বলে তখন সে এত অধিক পরিমাণে নেকী লাভ করে সে যেন সমস্ত আসমানী কিতাব পাঠ করেছে।

আরো ভালো ভালো ইসলামিক তথ্য পেতে আমাদের ইসলামিক ক্যাটাগরি ভিজিট করুন।

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742