রাসুল (সা:) এর উপর দুরুদ শরীফ পাঠ না করা পর্যন্ত দোয়া আসমান ও জমিনের মাঝামাঝি স্থানে ঘোরাফেরা করতে থাকে। যে ব্যক্তি জুমার দিন ৪০ বার দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার জন্য ৪০ বছরের পাপ ক্ষমা করে দেন। (হাদিস)
আরো ভালো ভালো ইসলামিক তথ্য পেতে আমাদের ইসলামিক ক্যাটাগরি ভিজিট করুন।
মরনের আগে ও পরে
রচনায় : ইমাম গাযযালী (রহ:)
সম্পাদনা : হযরত মাওলানা হাবিবুর রহমান